আউলিয়া কেরামের ফযীলত

 

আউলিয়া কেরামের ফযীলত


** গাউসুল আযম,বড়পীর হযরত আবদুল ক্বাদির জিলানী রদ্বিয়াল্লাহু আনহু বলেন," আলেমদের মজলিসে আসা - যাওয়া এবং কবরস্থান ও নেককারদের যেয়ারত বেশী

বেশী কর।আশ্চর্য নয় যে,এর ফলে তোমার মৃত আত্মা জিন্দা হয়ে যাবে।( আল - ফাতহুর

রব্বানী,পৃ:- ৪৬৯)।


** হযরত আল্লামা জালাল উদ্দীন রুমী

রহমাতুল্লাহি আলাইহি বলেন, শত বছরের

রিয়া মুক্ত ইবাদতের চেয়ে আউলিয়া

কেরামের মজলিসে একটা মাত্র মূহুর্তের

জন্য বসা অনেক উত্তম।( মসনবী শরীফ,

মাসিক তরজুমান, মাহে জমা: আউয়াল - ১৪৩৩হি:, পৃ:-৯)।

__________________

ফয়যানে শরিয়ত ও মারফত (আমলের ভান্ডার)

লেখক : মুহাম্মাদ আবদুল কাদির মাহী

Post a Comment

নবীনতর পূর্বতন