আজান অধ্যায়
كتاب الاذان
الاذان- اى النداء بالالفاظ المشهورة المخصوصة المتوارثة, الاعلام, التنبيه- هولوقت الصلوات المكتوبات فى كل يوم- لابأس الصلوٰة والسلام على النبى صلى الله عليه وسلم قبل الاذان وبعده وكل احيان الامكان باطلاق عموم الاية المطلقة الحاكمة بلاقيد الزمان والمكان ’’صلواعليه وسلموا تسليما‘‘ .
আজান অর্থাৎ প্রসিদ্ধ সুনির্দিষ্ট মুতাওয়াতির শব্দাবলী দ্বারা আহবান করা, সংবাদ প্রদান করা ও সতর্ক করা ও সতর্ক করা। উহা প্রত্যেক দিন ওয়াক্তিয়া ফরয নামাজের জন্যে। আজানের পূর্বাপর নবী সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত ও সালাম প্রেরণে কোন দোষ নেই। পবিত্র কোরআনের আয়াত ‘‘তোমরা দুরূদ ও সালাম অত্যন্ত গুরুত্ব সহকারে পেশ কর ” কোন কাল ও সতানের সাথে শর্তারোপ ব্যতীত সাধারণ, ব্যাপকভাবে অবতরন হয়েছে বিধায় সম্ভাব্য যে কোন মুহূর্তে দুরূদ পাঠে দোষ নেই।
___________________
কিতাবঃ তরিকুস সালাত আ’লা ছাবিলিল ইজাজ বিল্-মাযহাবিল হানাফী
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহমাতুল্লাহি আলাইহি)
অনুবাদক: মাওলানা ছালেহ আহমদ
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন