ইস্তিস্কার নামায


ইস্তিস্কা হচ্ছে দু‘আ ও ইস্তিগ্ফারের নাম। ইস্তিস্কা নামায জমাতে আদায় করা জায়েয। তবে জমাতে আদায় করা সুন্নাত নয়। জমাতেও পড়া যাবে অথবা একা একাও পড়া যাবে।


নামাযে ইস্তিস্কার নিয়ত

نَوَيْتُ أَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَىْ صَلٰوَةِ الْاِسْتِسْقَاءِ مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ.


উচ্চারণ:  নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা‘আলা রাকা‘আতাই সালাতিল্ ইস্তীস্-কায়ী মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘আবাতিশ্ শারিফাতি আল্লাহু আকবর।

___________________

গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন