শবে মে’রাজের নামায

 

রজব চাঁদের ২৬ তারিখ দিনগত রাত আল্লাহ্পাক রাব্বুল ‘আলামীন তাঁর প্রিয় হাবীব (ﷺ)কে দাওয়াত দিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করান। এ রাতে রাসূল (ﷺ) আপন উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামায আল্লাহর নিকট হতে তোহ্ফা হিসাবে নিয়ে আসেন। এ রাতে ইবাদাত-বন্দেগীতে অসংখ্য সাওয়াব নিহিত। এই রাতকে শবে মে’রাজ বলা হয়। ২৭ রজব তারিখে রাত্রে এশার নামাযের পর বিতরের পূর্বে নফল নামায আদায় করা হয়। এ নামাযের নিয়ত নিম্নরূপ-



نَوَيْتُ اَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَـىْ صَلٰوةِ الْلَيْلَةِ الْمِعْرَاجِ مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ اَكْبَرُ .


উচ্চারণ: নাওয়াইতু আন্ উছোয়াল্লিয়া লিল্লাহি তা’আলা রাক্’আতাই ছলা-তি লাইলাতিল্ মি’রাজি মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।



এ নামাযের প্রতি রাকাতে সূরা ‘ফাতিহা’র পর যে কোন একটি সূরা মিলিয়ে নামায পড়া যাবে।

___________________

গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন