সালাতুল ক্বলব


কোনো ব্যক্তির গুনাহের কারণে যদি অন্তর কালো ও অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং ভালো কাজ করার জন্য আগ্রহ সৃষ্টি না হয়, তার জন্য উচিত সালাতুল ক্বলব তথা ক্বলবের নামাযের নিয়ত করে ২ রাকাত নামায আদায় করা। প্রত্যেক রাকাতে সূরা ‘ফাতিহা’র পর সূরা ‘ইখলাস’ শরীফ পাঠ করবে। তবে উক্ত নামাযের নিয়ত করা হতে আরম্ভ করে নামায সমাপ্ত করা পর্যন্ত সকল কিছু অন্তর দ্বারা পাঠ করবে। এমনকি একটা শব্দও যেন মুখে উচ্চারিত না হয়। সালাম শেষে একাগ্রহচিত্তে ৭০ বার ইস্তিগফার তথা আস্তাগ্ফিরুল্লাহ পাঠ করে নিজের পীরের কথা স্মরণ করে দু‘আ করবে। এরূপ আমল দ্বারা অবশ্যই তার অন্তর পরিষ্কার হবে এবং ভালো কাজ করার প্রতি আগ্রহ সৃষ্টি হবে।

___________________

গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন