নামাযের মধ্যে যে সকল জিনিস আদায় করা ওয়াজিব এর থেকে একটি ওয়াজিব অথবা কয়েকটি ওয়াজিব যদি ভুলে আদায় করা না হয়, তাহলে এর জন্য সাহু সিজদা করা ওয়াজিব। সাহু সিজদা আদায়ের ফলে নামায বিশুদ্ধ হয়ে যায়।
সাহু সিজদা করার নিয়ম হচ্ছে- শেষ রাকাতে কেবলমাত্র তাশাহুদ তথা আত্তাহিয়্যাতু পাঠ করে ডান দিকে সালাম ফিরিয়ে দু’টি সিজদা করবে। এরপর বসে আত্তাহিয়্যাতু, দরূদ শরীফ এবং দু‘আ পাঠ শেষে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে।
___________________
গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন