রমযান মাসের ২৬ তারিখ দিনগত ২৭ তারিখ রাত্রিতে এ নামায পড়তে হয়। বিতর নামাযের পর হতে ছোবহে কাজেব পর্যন্ত এই নামাযের সময় থাকে। নামায, কুরআন তিলাওয়াত, র, মোরাকাবা, দোয়া-দরূদ, ইস্তিগ্ফার ইত্যাদি নফল এবাদতে সারা রাত্রি জাগরণ থাকলে অগনিত সাওয়াব পাওয়া যায় এবং সমস্ত গুনাহ্ মাফ হয়। এ রাতে দুই রাকাত করে মোট ১২ রাকাত নামায পড়তে হয়।
শবে ক্বদরের নামাযের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَـىْ صَلٰوةِ الْلَيْلَةِ الْقَدْرِ مُتَوَجِّهًا اِلٰى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللهُ اَكْبَرُ .
উচ্চারণ: নাওয়াইতু আন্ উছোয়াল্লিয়া লিল্লাহি তা’আলা রাকা’আতাই ছলা-তিল লাইলাতিল্ ক্বাদ্রি মুতাওয়াজ্জিহান্ ইলা-জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
শবে ক্বদরে পড়ার দোয়া
اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّـىْ يَا غَفُوْرُ . يَا غَفُوْرُ . يَا غَفُوْرُ .
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফু’য়্যুন্ তুহিব্বুল্ ‘আফ্ওয়া’ ফা’ফু আন্নী ইয়া-গাফূরু, ইয়া-গাফূরু, ইয়া-গাফূরু।
উল্লেখ্য যে, শবে বরাত, শবে ক্বদর, লাইলাতুর রাগায়েব ইত্যাদি নফল নামায জমাতে আদায় করা যাবে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমার লিখিত “আচ্ছালাতুত্-তা-তাউওয়ায়ু-বে- ইক্বতেদায়িল মুতাউয়ে” তথা নফল নামায জমাতে আদায়ের বিধান পুস্তিকাটি দেখুন।
___________________
গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন