হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে ব্যক্তি হিফযুল ঈমান নামায আদায় করবে আল্লাহ্ তা‘আলা তাকে দুনিয়া হতে ঈমানের সাথে মৃত্যু নসিব করাবে এবং মৃত্যুর সময় শয়তান মরদুদ তার ক্ষতি করতে পারবে না। এ নামায দু’রাকাত। যা মাগরিবের নামাযের পর আদায় করা হয়।
এ নামাযে প্রত্যেক রাকাতে সূরায়ে ‘ফাতিহা’র পর ১ বার ‘আয়াতুল কুরছি’, ৩ বার সূরা ‘ইখলাস’, ১ বার সূরা ‘ফালাক’, ১ বার সূরা ‘নাস’ পাঠ করে নামায শেষ করবে। নামায শেষে পূনরায় ১টি সিজদা করবে এবং সিজদায় গিয়ে-
يَا حَـىُّ يَا قَيُّوْمُ تَمُتَّنِىْ عَلَى الْاِيْمَانِ (ইয়া হায়্যু ইয়া কায়্যূমু তামুত্তানি ‘আলাল্ ঈমা-নী) ৩ বার পাঠ করবে।
(আল্লাহ্ ও তাঁর রাসূলই (ﷺ) সর্বজ্ঞ)
___________________
গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন