সালাতুস্ তাসবীহর নামায


সালাতুস্ তাসবীহ নামাযের নিয়ম হচ্ছে- প্রথমে নামাযের নিয়ত করে তাকবীরে তাহরীমা ‘আল্লাহু আকবর’ বলে নাভীর নীচে হাত বেঁধে ছানা পাঠ করবে। ছানা পাঠের পর-


 سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَآ اِلٰـهَ اِلَّاللهُ وَاللهُ اَكْبَرُ .


উচ্চারণ: সুব্হানাল্লাহি ওয়াল্ হাম্দুলিল্লাহি ওয়ালা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আক্বর।



এই তাসবীহটি ১৫ বার পাঠ করবে। এরপর আউযু বিল্লাহ, বিছমিল্লাহ পাঠ করে সূরায়ে ফাতেহা এবং অন্য কোন সূরা পাঠ শেষে রুকু করার পূর্বে ১০ বার উক্ত তাসবীহ পাঠ করে রুকু করবে। রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট তাসবীহ পাঠ শেষে ১০ বার তাসবীহটি পাঠ করবে। এরপর রুকু থেকে উঠে দাঁড়িয়ে ১০ বার তাসবীহটি পাঠ করবে। তারপর আল্লাহু আকবর বলে সিজদায় গিয়ে সিজদার নির্দিষ্ট তাসবীহ পাঠ শেষে ১০ বার তাসবীহটি পাঠ করে ‘আল্লাহু আকবর’ তাকবির বলে বসবে। দু’সিজদার মাঝখানে বসা অবস্থায় ১০ বার তাসবীহটি পাঠ করবে। তারপর দ্বিতীয় সিজদায় গিয়ে অনুরূপ ১০ বার তাসবীহটি পাঠ করবে। এই নিয়মে চার রাকাত নামায আদায় করবে এবং প্রত্যেক রাকাতে ৭৫ বার তাসবীহ হবে। চার রাকাতে মোট ৩০০ বার তাসবীহ আদায় হবে। উল্লেখ্য যে, রুকু এবং সিজদার মধ্যে “সুবহানা রাব্বীয়াল আ‘যিম ও সুব্হানা রাব্বীয়াল আ‘লা” পাঠ করার পর তাসবীহ আদায় করতে হবে।


এই নামাযের প্রথম রাকাতে সূরা ‘ফাতেহা’র পর সূরা ‘তাকাছুর’, দ্বিতীয় রাকাতে সূরা ‘আ‘ছর’, তৃতীয় রাকাতে সূরা ‘কাফেরূন’ এবং চতুর্থ রাকাতে সূরা ‘ইখলাছ’ পাঠ করবে। আর যদি হাফিযে কুরআন হয়, তাহলে প্রথম রাকাতে সূরা ‘আল্ হাদীদ’, দ্বিতীয় রাকাতে সূরা ‘আল্ হাশর’, তৃতীয় রাকাতে সূরা ‘আছ্ ছফ্’, চতুর্থ রাকাতে সূরা ‘আত্তাগা-বুন’ পাঠ করবে। (ফতোয়ায়ে শামী ইত্যাদি)


মাকরূহ সময় ব্যতীত যে কোন সময় এই নামায আদায় করা যায়। তবে উত্তম হচ্ছে যোহর নামাযের পূর্বে। (ফতোয়ায়ে আলমগীরি, শামী)



যদি সম্ভব হয় প্রত্যেকদিন এই নামায আদায় করবে। আর যদি সম্ভব না হয় প্রত্যেক জুমার দিন, অথবা মাসে একবার, অথবা বৎসরে একবার। তা-ও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার আদায় করা উত্তম। এই নামাযের বদৌলতে আল্লাহ তা‘আলা আগে-পরের, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, বড় কিংবা ছোট সকল গোনাহ ক্ষমা করে দিবেন।



সালাতুস্ তাসবীহ নামাযের নিয়ত


نَوَيْتُ أَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى اَرْبَعَ رَكْعَاتِ صَلٰوةِ  التَّسْبِيْحِ سُنَّةُ رَسُوْلِ للهِ تَعَالٰى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبِةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ.


উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা‘আলা আরবা‘আ রাকাআতি সালাতিত্ তাসবীহ সুন্নাতু রাসূলিল্লাহে তা‘আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘আবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

___________________

গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন