কাযায়ে হাজাতের নামায


কাযায়ে হাজাতের নামায রাসূলে করিম (ﷺ) এক অন্ধ ব্যক্তিকে শিখিয়েছেন। এই নামায আদায় করাতে উক্ত অন্ধ ব্যক্তি তার দৃষ্টি ফিরে পেয়েছিল। অনুরূপ হযরত ওসমান ইবনে হানিফ আমিরুল মু’মিনীন হযরত ওসমান রাদ্বি আল্লাহু তা‘আলা আনহু এর খিলাফতকালে এক ব্যক্তিকে শিখিয়েছেন, যা আদায়ের মাধ্যমে তার উদ্দেশ্য পূরণ হয়েছিল।



হুযূর (ﷺ) এই নামায আদায়ের নিয়ম সম্পর্কে বলেছেন- প্রথমে উত্তম ভাবে অযু করে খালেস ও বিশুদ্ধ নিয়তে ২ রাকাত নামায আদায় করবে এবং নামায শেষে বিনয়-নম্রভাবে আল্লাহর দরবারে নিম্নের দু‘আটি পাঠ করবে-


اَللّٰهُمَّ اِنِّى اَسْئَلُكَ وَاَتَوَسَّلُ وَاَتَوَجَّهُ  وَلِيَكَ نَبِيِّكَ مُحَمَّدٍ نَبِـىِّ الرَّحْمَةِ يَارَسُوْلَ اللهِ اِنِّىْ تَوَجَّهْتُ بِكَ اِلٰى رَبِّىْ فِىْ حَاجَتِىْ هَذِه لِتُقْضٰى لِى فَشْفَعَّةً فِـىَّ.


উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আস্আলুকা ওয়া আতাওয়াস্সালু ওয়া আতাওয়ায্যাহু ওয়া লিয়াকা নাবীয়ীকা মুহাম্মাদিন্ নাবীর্য়ী রাহমাতি ইয়া রাসূলাল্লাহে ইন্নী তাওয়ায্যাহ্তু বীকা ইলা রাব্বি ফি হা-যাতী হাযী-হি লীতুক-জা লী  ফাস্ফা‘আতান্ ফীইয়া।


 حصن حصين(হুসনে হাসিন) গ্রন্থে বর্ণিত-এই নামায অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত।



কাযায়ে হাযাত নামাযের নিয়ত


نَوَيْتُ أَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَىْ صَلٰوةِ  قَضَاءِ حَاجَاتِ نَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبِةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ.


উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা‘আলা রাকা‘আতাই সালাতি কা-যায়ী হা-যা-তী নাফ্লী মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘আবাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

___________________

গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন