তাহাজ্জুদ নামাযের সময় হচ্ছে অর্ধ রাতের পর হতে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। এই নামায দুই রাকাতের নিয়তে অর্থাৎ দুই রাকাত করে চার রাকাত, আট রাকাত, বার রাকাত পর্যন্ত পড়া যায়। এই নামাযের মধ্যে অসংখ্য ও অগণিত ফযিলত রয়েছে। যতটুকু সম্ভব এই নামায ছেড়ে না দেয়া ভাল। এই নামাযে সূরায়ে ফাতেহার পর যে কোন সূরা কিংবা আয়াত পড়া যাবে, এতে নির্দিষ্ট সূরার কথা উল্লেখ নেই। আর যদি কখনো শরীরে অলসতা কিংবা দুর্বলতা অনুভব হয়, তবে এশার নামাযের পরে অর্থাৎ এশারের ফরয ও সুন্নাত আদায়ের পরে, বিতর নামাযের পূর্বে আদায় করে নেয়া ভাল।
তাহাজ্জুদ নামাযের নিয়ত
نَوَيْتُ أَنْ اُصَلِّـىَ لِلّٰهِ تَعَالٰى رَكْعَتَـىْ صَلٰوةِ التَّهَجُّدِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالٰى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبِةِ الشَّرِيْفَةِ اَللهُ أَكْبَرُ.
উচ্চারণ: নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা‘আলা রাক্‘আতাই সালাতিত্ তাহাজ্জুদি সুন্নাতু রাসূলিল্লাহি তা‘আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা‘আবাতিশ্ শারিফাতি আল্লাহু আক্বর।
___________________
গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন