উভয় ঈদের নামায ওয়াজিব। উভয় ঈদের ঈদগাহে যাওয়ার পূর্বে মিসওয়াক করা ও গোসল করা সুন্নাত। আর আতর-সুগন্ধি লাগানো, সামর্থ অনুযায়ী ভাল পোশাক পরিধান করা, ঈদুল ফিতর দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া এবং ঈদুল আযহার দিন ঈদগাহ থেকে ফিরে এসে খাওয়া মুস্তাহাব। নামায ঈদগাহে গিয়ে আদায় করা, আসা-যাওয়ার ক্ষেত্রে রাস্তা বদল করা অর্থাৎ এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা হয়ে আসা, পায়ে হেঁটে যাওয়া, যাওয়ার সময় রাস্তায়-
اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ - . لَآ اِلٰـهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ . وَلِلّٰهِ الْحَمْدُ .
উচ্চারণ: আল্লাহু আক্বর আল্লাহু আক্বর লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আক্বর আল্লাহু আক্বর ওয়া লিল্লাহিল্ হামদ।
এই তাকবীরটি পাঠ করতে করতে যাওয়া, ঈদুল ফিতরের দিন নিম্ন স্বরে আর ঈদুল আযহার দিন উচ্চ আওয়াজে তাক্বীর পড়া। উল্লেখ্য যে, (আল্লাহু আক্বর আল্লাহু আক্বর লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আক্বর আল্লাহু আক্বর ওয়া লিল্লাহিল্ হামদ) এই তাকবীরটি যুলহজ্জের ৯ তারিখ ফজর হতে ১৩ তারিখ আছর নামায পর্যন্ত ফরয নামাযের পর পাঠ করা ওয়াজিব। ঈদুল আযহার নামায শেষে কোরবানী পশু যবেহ করা হয়।
জানা আবশ্যক যে- উভয় ঈদের নামাযের পূর্বে ও পরে ঈদগাহে নফল নামায পড়া যাবে না। ঈদুল ফিত্র দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে ধনাঢ্য ব্যক্তিরা সদকায়ে ফিত্র দেওয়া ওয়াজিব। ফকীরদের উপর ওয়াজিব নয়। (আল্লাহ ও তাঁর রাসূলই সর্বজ্ঞ)।
___________________
গাউছিয়া আজিজিয়া নামায শিক্ষা
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন