হযরত সায়্যিদুনা ওয়াহাব বিন ওয়ারুদ (رحمة الله) একদিন : কিংবা দুই দিন অথবা তিনদিন ক্ষুধার্ত থাকার পর একটি রুটি নিতেন আর এভাবে দোয়া করতেন, “ইয়া আল্লাহ্! তুমি জান যে, আমি এটা খাওয়া ছাড়া তােমার ইবাদত করার শক্তি পাব না আর আমার দুর্বল ও পেরেশানস্থ হয়ে যাওয়ার ভয় রয়েছে। ইয়া আল্লাহ্! যদি এ রুটিতে কোন ক্ষতি ও হারাম মিশ্রিত থাকে, তাহলে অজ্ঞাতবস্থায় আমার পেটে প্রবেশ করাতে আমাকে এ খাবারের জন্য পাঁকড়াও কর না।" এ দোয়া করার পর তিনি (رحمة الله) রুটিটি পানিতে ভিজিয়ে আহার করতেন।
(মিনহাজুল আবেদীন, ৯৮ পৃষ্ঠা)।
আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন