হযরত সায়্যিদুনা জুনাইদ বাগদাদী (رحمة الله) বলেন: একদিন হযরত সায়্যিদুনা হারিস বিন আসাদ মুহাসিবী (رحمة الله) আমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তাঁর মধ্যে ক্ষুধার চিহ্ন উপলব্দি করে আর করলাম: “চাচাজান! আসুন কিছু খেয়ে নিন।” তিনি (رحمة الله) আসলেন, ঘরে অন্য কিছু ছিলনা, শুধু প্রতিবেশীর পক্ষ থেকে বিয়ের খাবার এসেছিল, তাই দিলাম। তিনি এক গ্লাস নিলেন আর কয়েক বার মুখের মধ্যে ঘুরালেন অতঃপর দরজায় গিয়ে (মুখ থেকে বের করে ফেললেন এবং চলে গেলেন। এর কিছুদিন পর যখন তাঁকে পুনরায় দেখলাম, তখন আমি ঐদিন খাবার না খাওয়ার কারণ জিজ্ঞাসা করাতে তিনি বললেন: “আমার ক্ষুধা পেয়েছিল তাই আমি ইচ্ছা করলাম, তােমার দেয়া খাবার খেয়ে নেব আর তােমাকে খুশী করব। কিন্তু আল্লাহ্ ও আমার সাথে এ প্রতিজ্ঞা রয়েছে, যে খাবারে “সন্দেহ" থাকবে তা আমার কণ্ঠনালীর নীচে যাবে না। একারণে আমি তা গিলতে পারিনি। আমি বললাম: ঐ খাবার আমার প্রতিবেশীর কাছ থেকে বিয়ে উপলক্ষ্যে এসেছিল। আজকে আমার ঘরে তাশরীফ আনুন। তিনি (رحمة الله) তাশরীফ আনলেন। আমি শুকনাে রুটির টুকরা পেশ করলাম। তিনি (رحمة الله) তা খেয়ে নিলেন আর বললেন: “দরবেশগণকে এ ধরনের খাবারই পেশ করবে।” (রিসালাতুল কুশাইরিয়াহু ৪২৯-৪৩০ পৃষ্ঠা)।
আল্লাহ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হােক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হােক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন