কথিত আছে, একজন আবিদ কোন এক পাহাড়ে বাস করতেন। সেখানে একটি আনার গাছ ছিল। প্রতিদিন তিনটি আনার তাতে ধরত। তিনি তা খেতেন আর ইবাদত করতেন। আল্লাহ একদিন তার কাছ থেকে পরীক্ষা নিতে চাইলেন। পরীক্ষা শুরু হল। একদিন আনার ধরলনা। তিনি ধৈর্য ধরলেন। দ্বিতীয় দিনও এ ঘটনা ঘটল। তৃতীয় দিন (ক্ষুধায়) অস্থির হয়ে পাহাড় থেকে নীচে নেমে গেলেন। সেটার নীচে একজন খ্রীষ্টান বাস করত। তিনি তার কাছে গিয়ে কিছু খাবার চাইলেন।সে তাঁকে চারটি রুটি দিল। রুটি দেখে তার কুকুর ঘেউ ঘেউ করতে লাগল। আবিদ কুকুরটিকে একটি রুটি দিয়ে দিলেন। কুকুর সেটা খেয়ে পুনরায় তার পিছু নিল। তখন তিনি আর একটি রুটি দিয়ে দিলেন, কুকুর সেটাও খেয়ে ফেলল কিন্তু পিছু ছাড়ল না। এভাবে কুকুরটি যখন চারটি রুটিই খেয়ে নিল এবং তারপরও ঘেউ ঘেউ করা থেকে বিরত রইল না, তখন আবিদ বললেন: “ওহে, মিথ্যা চেষ্টাকারী লােভী! তাের লজ্জা করে না,আমি তাের মালিকের ঘর থেকে ভিক্ষা করে চারটি রুটি নিয়েছি আর! তুই আমার কাছ থেকে সবগুলাে ছিনিয়ে নিয়েছিস, তারপরও পিছু ছাড়ছিসনা।" (আল্লাহু তাআলার হুকুমে কুকুরের জবান খুলে গেল) কুকুর বলে উঠল, “আমিতাে তাের থেকে বেশি নির্লজ্জ নই যে মালিক বছরের পর বছর ধরে পরিশ্রম ও কষ্ট ছাড়া এমন পবিত্র রিযিক তােকে খাইয়েছে, (সামান্য পরীক্ষায় ফেলে) তিন দিন না দেয়াতে (ক্ষুধায়) এরূপ ভয় পেয়ে গেলি যে, তাঁর শত্রু (খ্রষ্টান) এর ঘরে ভিক্ষা চাইতে এসেছিস!” (আহসানুল বিআ, ১৪৪ পৃষ্ঠা, মাকতাবাতুল মদীনা)।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এ ঘটনা থেকে এ শিক্ষা লাভ হল যে, যে আল্লাহ আমাদেরকে এতসব নেয়ামত দান করেন, যদি কখনাে তাঁর পক্ষ থেকে কোন পরীক্ষা এসে যায় তখন অধৈর্য প্রদর্শন ও অভিযােগ করার পরিবর্তে ধৈর্য ও সহ্য করা উচিত। এ কথাটা এ ঘটনা থেকে বুঝে নিন।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন