মাংসের অকেজো হাঁড়


প্রিয় ইসলামী ভাইয়েরা! হযরত সায়্যিদুনা শায়ূখ আবদুল  ওয়াহহাব মুত্তাকী কাদিরী, শাযলী (رحمة الله) অনেক বড় উপবাসী আল্লাহ্ তাআলার অলি ছিলেন। কোন একবার সাধনা, কারাে নিকট কিছু না চাওয়া ও ক্ষুধার ব্যাপারে আলােচনা শুরু হলে তিনি বললেন: “একটি সময় এমনও ছিল, আমি কসাইয়ের ফেলে দেয়া অকেজো হাঁড় ও গমের ক্ষুদ্রাংশ যা ক্ষেতের মধ্যে ফেলে দেয়া হয় তা তুলে নিতাম আর সেগুলাে ধুয়ে হাঁড় সাথে সিদ্ধ করে সেটার এক পেয়ালা ঝােল পান করে কাটাতাম। লােকেরা যখন এটা জানতে পারল, তখন তারা নানা ধরনের খাবার দিতে শুরু করল। এ অবস্থা দেখে আমি সেখান থেকে চলে গেলাম। এরপর থেকে কোন জায়গায় ৩ দিনের বেশি অবস্থান না করার নিয়ম করে নিলাম।" (প্রাগুক্ত, ২৭৭ পৃষ্ঠা)


আল্লাহ্ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।


ভুক কি আদত বনে আওর ইন্তিকামাত ভি মিলে


 খাতিমা বিল খাইর হে আল্লাহ! জান্নাত ভি মিলে।


সুন্নাত প্রশিক্ষণের জন্য দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলায় সফর এবং প্রতিদিন ফিরে মদীনার মাধ্যমে মাদানী ইআমাতের রিসালা পূরণ করে প্রত্যেক মাদানী মাসের প্রথম তারিখে নিজ এলাকার যিম্মাদারের নিকট জমা করানাের অভ্যাস গড়ে তুলুন। اِنۡشَآءَ اللهِ عَزَّوَجَلَّ  এর বরকতে ঈমানের হিফাযত, গুনাহের প্রতি ঘৃণা, সুন্নাতের অনুসরণের মন মানসিকতা সৃষ্টি হবে।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন