শায়খুল মুহাকিকীন, খাতেমুল মুহাদ্দিসীন, হযরত শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলবী (رحمة الله) বলেন: “আমার পীর-মুর্শিদ সায়্যিদী শায়খ আবদুল ওয়াহ্হাব মুত্তাকী (رحمة الله) ও তাঁর একবন্ধু একবার দুর্ভিক্ষের সময় মসজিদের কোনায় আলাদাভাবে ইবাদতরত ছিলেন। উভয়ে আগে থেকে পরস্পর এটা নির্ধারণ করেছিলেন যে, আমরা পরস্পর কথা-বার্তা বলব না, কারাে কাছ থেকে খাবার চাইব না আর নিজের হাতে কোন কিছু খাব না। অনবরত বিশ দিন এভাবে কেটে গেল। একুশতম দিনে একজন হালুয়া বিক্রেতা মসজিদে এসে উভয়ের মাঝখানে খাবার রেখে চলে গেল।
(যেহেতু এটা নির্ধারণ হয়েছিল, নিজের হাতে কিছু খাবে না সুতরাং) তাঁরা উভয়ে এ থেকে কিছু খেলেন না। বাইশতম দিনে সে আবার আসল আর খাবার রেখে চলে গেল। এবারও উভয়ে খাবারে হাত দিলেন না। তেইশতম দিনে ঐ হালুয়া বিক্রেতা এসে স্বয়ং নিজের হাতে লােকমা তৈরী করে তাঁদের উভয়কে খাবার খাওয়ালেন।
(আখবারুল আখইয়ার, ২৭৮ পৃষ্ঠা, মাকতাবায়ে নূরিয়্যাহ রাবিয়্যাহ সকর হতে মুদ্রিত)
আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
শায়খুল মুহাকিকীন, খাতেমুল মুহাদ্দিসীন, হযরত শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলবী (رحمة الله) বলেন: “আমার পীর-মুর্শিদ সায়্যিদী শায়খ আবদুল ওয়াহ্হাব মুত্তাকী (رحمة الله) ও তাঁর একবন্ধু একবার দুর্ভিক্ষের সময় মসজিদের কোনায় আলাদাভাবে ইবাদতরত ছিলেন। উভয়ে আগে থেকে পরস্পর এটা নির্ধারণ করেছিলেন যে, আমরা পরস্পর কথা-বার্তা বলব না, কারাে কাছ থেকে খাবার চাইব না আর নিজের হাতে কোন কিছু খাব না। অনবরত বিশ দিন এভাবে কেটে গেল। একুশতম দিনে একজন হালুয়া বিক্রেতা মসজিদে এসে উভয়ের মাঝখানে খাবার রেখে চলে গেল।
(যেহেতু এটা নির্ধারণ হয়েছিল, নিজের হাতে কিছু খাবে না সুতরাং) তাঁরা উভয়ে এ থেকে কিছু খেলেন না। বাইশতম দিনে সে আবার আসল আর খাবার রেখে চলে গেল। এবারও উভয়ে খাবারে হাত দিলেন না। তেইশতম দিনে ঐ হালুয়া বিক্রেতা এসে স্বয়ং নিজের হাতে লােকমা তৈরী করে তাঁদের উভয়কে খাবার খাওয়ালেন।
(আখবারুল আখইয়ার, ২৭৮ পৃষ্ঠা, মাকতাবায়ে নূরিয়্যাহ রাবিয়্যাহ সকর হতে মুদ্রিত)
আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন