আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তীর নিক্ষেপকারী


আশরায়ে মুবাশশারার মধ্য থেকে একজন জান্নাতী সাহাবী হযরত সায়্যিদুনা সা'দ বিন আবী ওয়াককাস (رضي الله عنه) বলেন: আমি আরবের সে প্রথম ব্যক্তি, যে আল্লাহর পথে সর্ব প্রথম তীর নিক্ষেপ করেছে। আমরা প্রিয় মুস্তফা (ﷺ)  এর সাথে জিহাদ করতাম। আর আমাদের কাছে কাঁটাযুক্ত গাছের পাতা ছাড়া খাওয়ার জন্য কিছুই থাকত না। শৌচকার্যের সময় আমাদের মল ছাগলের বিষ্টার মত হত। যাতে তৈলাক্ত : পদার্থের নাম গন্ধও থাকতনা। (সহীহ বুখারী, ৭ম খন্ড, ২৩১ পৃষ্ঠা, হাদীস নং-৬৪৫৩)


আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।


প্রিয় ইসলামী ভাইয়েরা! আরাম লাভ হওয়ার পরও এ সকল সাহাবায়ে কিরামদের عليم الر رضون প্রবল আগ্রহ শেষ হয়ে যাওয়া তাে দূরের কথা বিন্দুমাত্র কমেওনি বরং আল্লাহর ভয় আরাে বেড়ে গেল এই ভেবে যে, আবার যেন এমন না হয়, আমরা নিজেদেরকে বুযুর্গ মনে করে বসব আর আল্লাহ্ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ্ তাআলা আমাদেরকেও এ সকল সাহাবায়ে কিরাম عليم الر رضون এর সদকায় নেকীর দাওয়াত প্রসার করার ব্যাকুলতা ও এর জন্য কতাওবানী দেওয়ার আগ্রহ দান করুক। আমীন। প্রত্যেক ইসলামী ভাইয়ের উচিত, তিনি যেন নিজের এমন মানসিকতা তৈরী করেন যে, “আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশােধনের চেষ্টা করতে হবে,


আর সাহাবায়ে কিরামগণের عليم الر رضون আল্লাহর পথে কতাওবানী সমূহের কৃতিত্বের স্বাক্ষর বহন করার জন্য, দাওয়াতে ইসলামী'র সুন্নাত প্রশিক্ষণের মাদানী কাফেলায় সফরের সৌভাগ্য লাভ করে, দ্বীন ও দুনিয়ার  বরকত সমূহ অর্জন করুন।

 _______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন