হানাফী মাজহাব মতে উচ্চরবে যিকির জায়েজ

 

হানাফী মাজহাব মতে উচ্চরবে যিকির জায়েজ


প্রশ্ন: হানাফী মাজহাব মতে উচ্চরবে যিকির করা জায়েজ, না ‘না জায়েজ’? সপ্রমাণ জবাব দিন।

জবাব: উচ্চরবে যিকির প্রসঙ্গে হানাফী মজহাবের কিতাবসমূহে বিভিন্ন অভিমত রয়েছে। কারো মতে তা ‘মাকরূহ’; কারো মতে ‘জায়েজ’। তবে শেষোক্ত মতামতই গ্রহণযোগ্য। আর তার দলীল তলব করাও অনর্থক। কেননা, তা ইমামগণের (মোজতাহিদ) নিকট একটা বিতর্কিত মাছআলা। কাজেই কে তার ফয়সালা করতে পারবে? তবে জায়েজ হবার প্রমাণ হল আল্লাহ্ তায়ালা এরশাদ করেছেন-



اذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُوْنَ الْجَهْرِ . (سورة الاعراف ২০৫ )



অর্থাৎ- বিনয় সহকারে এবং নিম্নস্বরে; চিৎকার ব্যতিরেকে তুমি তোমার পরওয়ারদেগারকে স্মরণ কর।



এ আয়াতে وَدُوْنَ الْجَهْرِ (উচ্চরব ব্যতিরেকেই) শব্দদ্বয় নিম্ন পর্যায়ের কন্ঠ সহকারে যিকির করার অনুমতির প্রতি ইঙ্গিত বহন করে।



হাদিস শরীফে নবী করীম (ﷺ) এরশাদ করেছেন-



قَالَ عَلَيْهِ السَّلَام ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ . (الحديث)



এটাও অন্যতম সরব যিকির। তবে চিৎকার নিষিদ্ধ। সাধারণত: কোরআন মজিদের আয়াত এবং যথেষ্ট সংখ্যক হাদিস তার বৈধতার প্রমাণবহ। (মৌলানা রশিদ আহমদ প্রণীত ফতওয়ায়ে রশিদিয়া-২১২পৃ.)



মৌলানা রশিদ আহমদ ছাহেব অন্যত্র উল্লেখ করেছেন-



প্রশ্ন: সরবে যিকির, দোয়া এবং দরূদে; তা নিম্নস্বরে হউক কিংবা উচ্চরবে হউক যেমন নামাজে। মুহাদ্দিসগণ এবং চার মজহাবের ইমামগণের মতে হুকুম কি; তা জায়েজ কিনা?



জবাব: ইমাম আবু হানিফার (رحمة الله) মতে যে সব স্থানে উচ্চরবে দরূদ পড়া কোরআন-সুন্নাহ সম্মত সে সব স্থান ছাড়া অন্যত্র যে কোন যিকির উচ্চরবে পাঠ করা মাকরূহ। কিন্তু ইমাম আবু ইউসুপ ও ইমাম মুহাম্মদ (رحمة الله), অন্যান্য ফকীহগণ এবং মুহাদ্দেছিন কেরাম তা জাযেজ বলে অভিমত প্রকাশ করেছেন। আমাদের ইমামগণের মতে শেষোক্ত মতামতই অধিকতর গ্রহণীয়। (ফত্ওয়ায়ে রশিদিয়া-২১৬ পৃষ্ঠা, ১২ই রবিউচ্ছানী)।


উক্ত কিতাবের ২১৪ পৃষ্ঠায় উল্লেখ করা হয়-।

_____________

আল্-ক্বাওলুল হক্ব

(জানাজায় উচ্চরবে যিকির জায়েয প্রসঙ্গে)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী (رحمة الله)

অনুবাদঃ মাওলানা মুহাম্মদ আবদুল মন্নান (এম.এম.এম.এফ)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন