হাদিস শরিফে এসেছে:
عن زيد بن أرقم قَالَ قَالَ أَصْحَابُ رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُوْلَ اللّٰهِ مَا هَذِهِ الأَضَاحِىُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ
-“সাহাবাগণ হুযুর পাক (ﷺ)কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলাল্লাহ্! এই কুরবানি কী (কুরবানির এ পদ্ধতি কার থেকে আসল)? হুযুর পাক (ﷺ) ইরশাদ করলেন- এটি তোমাদের পিতা ইবরাহিম (عليه السلام)-এর সুন্নাত।” ৩৯
৩৯ - সুনানু ইবনি মাজাহ, হাদিস নং- ৩১২৭;
সুনানুল কুবরা লিল বায়হাক্বী, হাদিস নং- ১৮৭৯৫;
আল-মু‘জামুল কাবীর লিত্-তাবারানী, হাদিস নং- ৫০৭৫।
এখানে ‘হযরত ইবরাহিম আলাইহিস্ সালাম-এর সুন্নাত’ বলতে তাঁর নিয়ম, পথ, পদ্ধতি, সিরাত প্রভৃতি বুঝায়- ইলমে ফিকহের পরিভাষায় ব্যবহৃত ‘সুন্নাত’ নয়। যেমন, অন্য হাদিসে এসেছে, নবীজি (ﷺ) ফরমান:
فَعَلَيْكُمْ بِسُنَّتِيْ وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِيْنَ الْمَهْدِيِّيْنَ
-“তোমাদের উপর আমার সুন্নাত তথা তরিকা-পন্থা-সিরাত ও হিদায়াতপ্রাপ্ত খলিফায়ে রাশিদাগণের সুন্নাত আঁকড়ে ধরা আবশ্যক।” ৪০
৪০ - সুনানু আবী দাউদ, হাদিস নং- ৪৬০৭,
জামিউত তিরমিযী, হাদিস নং- ২৬৭৬।
শরিয়ত তথা ইলমে ফিকহের পরিভাষায়, এমন প্রত্যেক জ্ঞানবান, বালিগ ও মুকিম ব্যক্তি- যারা ১০ যুলহাজ্জের ফজর হতে ১২ যুলহাজ্জ সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাদের উপর কুরবানি করা ‘ওয়াজিব’। ৪১
৪১ - আল্লামা ইবনু আবিদীন শামী, রদ্দুল মুহতার।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন