কুরবানির পশু তিন প্রকার:
❏ উট,
❏ গরু ও
❏ ছাগল।
আর এগুলোর যত প্রজাতি রয়েছে সবগুলোও এ তিন প্রকারের মধ্যে শামিল। নর হউক বা মাদি কিংবা খাসি বা গাইরে খাসি সবগুলোর হুকুম একই। অর্থাৎ সবগুলোর দ্বারাই কুরবানি শুদ্ধ হবে। মহিষ- এটি গরুর মধ্যে শামিল, এর দ্বারাও কুরবানি হবে। আর ভেড়া ও দুম্বা- এ দুটিও ছাগলের মধ্যে শামিল, এগুলো দ্বারাও কুরবানি হবে। ৬৫
৬৫ - বাহারে শরীয়ত, আলমগীরী।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন