খাসির পরিচয়:
খাসির আরবি প্রতিশব্দ হিসেবে আরবিতে সাধারণত তিনটি শব্দ অধিক ব্যবহার হয়। তা হলো: خَصِي (খাসিয়্যুন), مَوْجُوءُ (মাওজূউন) ও مَجْبُوْب (মাজবূবুন)।
খাসির পরিচয় প্রদানে সদরুশ শরিয়াহ্ আল্লামা মুফতি আমজাদ আলী আ‘যমী রেজভী হানাফী (رحمة الله) বলেন:
خصی یعنی جس کے خصیے نکال لیے گئے ہیں
-“খাসি, অর্থাৎ যার অন্ডকোষ বের করে ফেলা হয়েছে।”৬৭
৬৭ - বাহারে শরীয়ত, ১৫ তম খন্ড, ৬৮৯ পৃষ্ঠা।
ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে মিল্লাত, আ‘লা হযরত শাহ্ ইমাম আহমাদ রেযা খান ফাযিলে বেরেলভি (رحمة الله) বলেন:
اَلْمَجْبُوبُ الْعَاجِزُ عَنِ الْجِمَاعِ
-“মাজবুব হল যৌন সঙ্গম থেকে অক্ষম। আর যে প্রাণী যৌন সঙ্গম থেকে অক্ষম তাকেই ‘খাসি’ বলা হয়।” ৬৮
৬৮ - ফাতাওয়ায়ে রেজভীয়া, খন্ড: ৮, পৃষ্ঠা: ৪৬৮।
হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম, যুগের ইমাম আবু হানিফা, আল্লামা শায়খ যাইনুদ্দিন ইবনু নুজাইম (رحمة الله) বলেন:
اَلْمَوْجُوْءُ الْمُخْصِيُ مِنَ الْوَجْئِ وَهُوَ اَنْ يَّضْرِبَ عُرُوقَ الْخِصِيَةِ بِشَيْءٍ
-“মাওজূউন হলো খাসি। অর্থাৎ কোন যন্ত্রের দ্বারা অন্ডকোষের রগসমূহ থেতলে দেয়া হয়েছে এমন প্রাণী।”৬৯
৬৯ - আল-বাহরুর রায়িক, খন্ড: ৮, পৃষ্ঠা: ১৭৬।
অতএব, ‘আরবে পাঠাকেই খাসি বলা হয়’ বলার কোন অবকাশ নাই। ইলমে দ্বীন ও কিতাবের সাথে যাদের সামান্যতমও সম্পর্ক রয়েছে তাদের নিকট এ উক্তিটি- ‘আরবে পাঠাকেই খাসি বলা হয়’- নিতান্তই হাস্যকর ও মূর্খতা বৈ-কি?
হানাফি মাযহাবের সকল উলামায়ে কিরাম আইম্মায়ে ইযাম এ বিষয়ে একমত যে, খাসি কুরবানি করা জায়িয, সুন্নাতে রাসুল এবং উত্তম।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন