যে সকল পশু দ্বারা কুরবানি করা উত্তম:


❏        ছাগলের দাম ও গোশত যদি গরুর এক-সপ্তমাংশ (সাত ভাগের এক ভাগ)’র সমান হয়, তাহলে ছাগল কুরবানি করা উত্তম। আর যদি গরুর এক-সপ্তমাংশের মধ্যে ছাগল থেকে বেশি গোশত হয়, তাহলে গরু দ্বারা কুরবানি করাই উত্তম। অর্থাৎ যখন গরুর এক-সপ্তমাংশ ও ছাগল উভয়টির মূল্য সমান হয় এবং পরিমাণও এক হয়, তাহলে যেটার গোশত ভাল বা সুস্বাদু তা দ্বারা কুরবানি করা উত্তম। আর যদি গোশতের পরিমাণের মধ্যে কমবেশি হয়, তাহলে যেটাতে গোশত বেশি হবে তা দ্বারা কুরবানি করাই উত্তম।


❏        মেষ থেকে ভেড়া উত্তম।

❏        দুম্বি থেকে দুম্বা উত্তম, যদি উভয়টির মূল্য সমান হয় এবং উভয়টির মধ্যে গোশতও সমান হয়।


❏        ছাগল থেকে ছাগী উত্তম। কিন্তু খাসী ছাগল ও ছাগী উভয়টি থেকে উত্তম।



❏        উট থেকে উটনি উত্তম, যদি উভয়টির মূল্য এবং গোশত সমান হয়। ৬৬


৬৬ - বাহারে শরীয়ত, ১৫তম খন্ড, দুররে মুখতার, শামী।

_________________

কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)

গ্রন্থনা ও সংকলন:

মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন