কুরবানির পশুর বয়স এমন হতে হবে যে-
* উট: পাঁচ বছর।
* গরু বা গরু জাতীয় পশু: দুই বছর।
* ছাগল বা এ জাতীয় পশু: এক বছর।
এর থেকে যদি কম বয়স্ক হয়, তাহলে কুরবানি জায়িয হবে না, বেশি হলে জায়িয বরং উত্তম। তবে যদি দুম্বা অথবা ভেড়ার ছয় মাসের বাচ্চা দূর থেকে দেখতে এক বছরের বাচ্চার মতো মনে হয়, তবে তা দ্বারাও কুরবানি জায়িয। ৬৪
৬৪ - বাহারে শরীয়ত, ১৫তম খন্ড, দুররে মুখতার।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন