রাতের বেলা কুরবানি করা


হযরত আব্দুল্লাহ্ ইবনু আব্বাস (رضي الله عنه)মা হতে বর্ণিত যে,

عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه و سلم نَهَى أَنْ يُّضَحِّىَ لَيْلًا

-“নিশ্চয় নবী পাক (ﷺ) রাতে কুরবানি করতে নিষেধ করেছেন।” ৬১


৬১ - আল-মু‘জামুল কাবীর লিত্-তাবারানী, ১১/১৯০, হাদিস নং- ১১৪৫৮।



ফাতাওয়ার কিতাবে এসেছে- “১০ যুলহাজ্জ-এর পরের দুই রাত্র-ও ‘আইয়্যামে নাহর’-এর অন্তর্ভূক্ত। এরমধ্যেও কুরবানি হতে পারে। তবে রাতে জবাই করা ‘মাকরূহ্’।” ৬২


৬২ - বাহারে শরীয়ত, ১৫তম খন্ড; দুররে মুখতার।

_________________

কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)

গ্রন্থনা ও সংকলন:

মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন