কবরে আগুন জ্বলে উঠলো


হযরত সায়্যিদুনা আমর ইবনে শুরাহবীল  رضى الله تعالى عنه বলেন: এমন একজন লোকের ইনতিকাল হলো, যাকে লোকেরা মুত্তাকী মনে করত। যখন তাকে দাফন করে দেয়া হলো, তখন তার কবরে আযাবের ফেরেশতারা আসল, আর বলতে লাগল: “আমরা তোমাকে আল্লাহ্ তাআলার আযাবের একশ চাবুক মারব।” সে ভীতসন্ত্রস্ত হয়ে বললো: “আমাকে কেন মারবেন? আমি তো পরহিযগার লোক ছিলাম।” তখন তারা বললো: “আচ্ছা চলো, পঞ্চাশটাই মারব।” কিন্তু সে অব্যাহতভাবে তর্ক করতে লাগল। শেষ পর্যন্ত ফেরেশতারা ‘এক চাবুকে’ নেমে আসলেন। সুতরাং তাঁরা একটা চাবুক মেরে দিলেন। যার ফলে সম্পূর্ণ কবরে আগুন জ্বলে উঠল। আর ওই লোকটা জ্বলে ছাই হয়ে গেল। তারপর তাকে জীবিত করা হল। তখন সে ব্যথায় কাতর হয়ে কেঁদে কেঁদে ফরিয়াদ করলো, “শেষ পর্যন্ত আমাকে এ চাবুকটা কেন মারা হলো?” তখন তাঁরা বললেন: “একদিন তুমি অযু ছাড়া নামায পড়েছিলে। আরেকদিন এক মযলুম (অত্যচারিত) তোমার নিকট সাহায্য চেয়েছিল, তুমি তাকে সাহায্য করোনি।” (শরহুস সুদূর, ১৬৫ পৃষ্ঠা)।



প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! আল্লাহ্ তাআলা নারায হলে তিনি নেককার ও পরহিযগার লোককেও পাকড়াও করেন এবং সেও কবরের শাস্তিতে পাকড়াও হয়ে যায়। ইয়া আল্লাহ্! আমাদের শোচনীয় অবস্থার উপর দয়া করো।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন