মাংস-রুটি


হযরত সায়্যিদুনা উতবাতুল গােলাম (رحمة الله) সাত বৎসর যাবত মাংস খাওয়ার ইচ্ছাকে এড়িয়ে যান। অতঃপর একদিন রুটি ও মাংসের একটি টুকরা ক্রয় করলেন। মাংসের টুকরা ভুনে রুটির উপর রাখলেন। এরই মধ্যে এক ইয়াতীম ছেলে সেখানে উপস্থিত হল। তিনি (رحمة الله) তাকে রুটি ও মাংসের টুকরা দিয়ে দিলেন। অতঃপর কাঁদতে লাগলেন আর ২৯ পারার সুরাতুদ দাহর এর ৮নং আয়াতে কারীমা তিলাওয়াত করতে লাগলেন -


 ﻭَﻳُﻄْﻌِﻤُﻮﻥَ ﺍﻟﻄَّﻌَﺎﻡَ ﻋَﻠَﻰ ﺣُﺒِّﻪِ ﻣِﺴْﻜِﻴﻨًﺎ ﻭَﻳَﺘِﻴﻤًﺎ ﻭَﺃَﺳِﻴﺮًﺍ


কানযুল ঈমান থেকে অনুবাদ:এবং আহার করায় তাঁর ভালবাসার উপর মিসকীন, ইয়াতীম ও বন্দীকে।


(পারা- ২৯, সূরা দাহর, আয়াত ৮)।


হযরত সায়্যিদুনা উতবাতুল গােলাম (رحمة الله) এরপর কখনাে রুটি ও ভুনা মাংসের স্বাদ গ্রহণ করেননি। (প্রাগুক্ত, ২১১ পৃষ্ঠা)


আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।  

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন