কোন ব্যক্তি দরিদ্র ছিল আর এমতাবস্থায় কুরবানি করে ফেলেছে, কুরবানি করার পর কুরবানির সময় বাকি থাকতে সে ধনী হয়ে গেল, তবে তার জন্য আবার কুরবানি করতে হবে। কেননা প্রথমে যা করেছে তা ওয়াজিব ছিল না। ৮০ - ফাতাওয়ায়ে আলমগীরী।
কুরবানির পরিবর্তে সদকা করলে:
কুরবানির সময় কুরবানি করাই আবশ্যক, অন্য কোন বিষয় এর স্থলাভিষিক্ত হবে না। যেমন, কুরবানি করার পরিবর্তে কোন বকরি বা এর মূল্য সদকা দেওয়া যথেষ্ট নয়। কুরবানির মধ্যে অন্যকে স্থলাভিষিক্ত করা যায়। অর্থাৎ নিজে কুরবানি করা জরুরি নয়, অন্য কাউকে অনুমতি দিলে সে যদি আপনার পক্ষ থেকে করে দেয়, তবে কুরবানি হয়ে যাবে। ৮১
৮১ - বাহারে শরিয়ত।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন