হযরত সায়্যিদুনা কা'ব বিন মালিক رضى الله تعالى عنه বলেন: হযরত সায়্যিদুনা জাবির বিন আবদুল্লাহ رضى الله تعالى عنه খাতামুল মুরসালীন, শফীউল মুযনিবীন, রাহমাতুল্লিল আলামীন صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর নিরাশ্রয়ের আশ্রয়স্থল দরবারে উপস্থিত হলে তাঁর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم আলােকময় চেহারা মােবারককে পরিবর্তিত অবস্থায় পেলেন। এটা দেখে তখনই তিনি নিজের ঘরে গেলেন ও নিজের স্ত্রী رضى اللّٰه تعالىٰ عنها কে বললেন: আমি রাসুলুল্লাহ صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর সৌন্দর্যপূর্ণ চেহারা মােবারক পরিবর্তন অবস্থায় দেখেছি। আমার সন্দেহ হচ্ছে, ক্ষুধার কারণে এমনটা হয়েছে। তােমার কাছে কোন কিছু আছে কি? বললেন: “আল্লাহর কসম! এ ছাগল ও সামান্য পরিমাণ আটা ছাড়া আর কিছু নেই। তৎক্ষণাৎ ছাগলটি জবাই করে দিলেন আর বললেন: তাড়াতাড়ি মাংস ও রুটি প্রস্তুত কর। যখন খাবার তৈরী হয়ে গেল তখন একটি বড় পেয়ালায় নিয়ে রহমতে আলম, নূরে মুজাস্সাম, রাসুলে আকরাম, হুযুর পুরনূর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন এবং খানা পেশ করলেন। তাজেদারে রিসালাত, শাহানশাহে নবুয়ত, মাহবুবে রব্বল ইযযত صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم ইরশাদ করলেন: “হে জাবির! নিজ সম্প্রদায়কে একত্রিত কর।” আমি লােকদেরকে নিয়ে বরকতময় খিদমতে হাযির হলাম। ইরশাদ করলেন: “তাদেরকে আলাদা আলাদা দলে বিভক্ত করে আমার নিকট পাঠাতে থাকো।” এভাবে তারা খেতে লাগল। যখন একদল পরিতৃপ্ত হয়ে যেত তখন তারা বের হয়ে যেত আর অন্যদল আসত। শেষ পর্যন্ত সবাই খেয়ে নিল আর পাত্রে যতটুকু খাবার আগে ছিল সকলে খাওয়ার পরও ততটুকু বিদ্যমান ছিল। আল্লাহর প্রিয় হাবীব, হাবিবে লবীব, রাসুলুল্লাহ্ صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم ইরশাদ করলেন: “খাও আর হাড়িগুলাে ভেঙ্গো না।” অতঃপর রাহমাতুল্লিল আলামীন, শফিউল মুনিবীন, রাসুলে আমীন, হুযুর পুরনূর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم পাত্রের মাঝখানে হাড়গুলাে জমা করলেন আর সেগুলাের উপর নিজের মােবারক হাত রাখলেন এবং কিছু পড়লেন,
রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “যে ব্যক্তি আমার উপর জুমার দিন ২০০ বার দরূদ শরীফ পড়ে, তার ২০০ শত বৎসরের গুনাহ ক্ষমা হয়ে যাবে।" (কানযুল উম্মাল)
যা আমি শুনিনি। সাথে সাথে যেটার মাংস খেয়েছিলাম ঐ ছাগলটিই হঠাৎ মাথা নেড়ে উঠে গেল! হুযুর صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم আমাকে বললেন: নিজের ছাগল নিয়ে যাও!” আমি ছাগলটি আমার স্ত্রীর رضى اللّٰه تعالىٰ عنها নিকট নিয়ে আসলাম। সে (অবাক হয়ে) বলল: “এটা কি?” আমি বললাম: “আল্লাহর কসম! এটা আমাদের সে ছাগলটিই যেটা আমরা জবাই করেছিলাম। আল্লাহর প্রিয় হাবীব, হাবিবে লবীব, রাসুলুল্লাহ صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم এর দোয়ার বরকতে আল্লাহ্ তাআলা এটাকে জীবিত করে দিলেন! এটা শুনে তাঁর সম্মানিতা স্ত্রী رضى اللّٰه تعالىٰ عنها হঠাৎ বলে উঠলেন আমি সাক্ষী দিচ্ছি যে , নিশ্চয় তিনি আল্লাহর রাসুল صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَليهِ وَسَلَّم। (আল খাসায়িসুল কুবরা, ২য় খন্ড, ১১২ পৃষ্ঠা)
আল্লাহ তাআলার রহমত তাঁদের উপর বর্ষিত হােক এবং তাঁদের সদকায় আমাদের ক্ষমা হােক।
صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন