একদিন তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত (ﷺ) ইরশাদ করলেন: “মুসলমানের উপর যে মুসীবতই আসে, আল্লাহ্ সেটার কারণে তার গুনাহ্ ক্ষমা করে দেন।” একথা শুনে হযরত সায়্যিদুনা উবাই ইবনে কা'ব (رضي الله عنه) দোয়া করলেন, “ইয়া আল্লাহ! আমি তােমার কাছে আমার মৃত্যু পর্যন্ত এমন জ্বর প্রত্যাশা করছি, যা আমাকে নামায, রােযা, হজ্ব ও ওমরা এবং তােমার পথে জিহাদ থেকে বিরত না রাখে।" তাঁর (رضي الله عنه) দোয়া কবুল হল। বর্ণনাকারীর বর্ণনা হচ্ছে, হযরত সায়্যিদুনা উবাই ইবনে কা'ব (رضي الله عنه) এর সর্বদা জ্বর থাকত। শেষ পর্যন্ত তাঁর (رضي الله عنه) (এ অবস্থায়) ইন্তিকাল হয়ে গেল। তিনি (رضي الله عنه) এ অবস্থায়ও মসজিদে নামায পড়ার জন্য হাজির হতেন, রােযা রাখতেন, হজ্ব ও ওমরা করতেন এবং জিহাদ করতেন।” (কানযুল উম্মাল, ৩য় খন্ড, ২৯৯ পৃষ্ঠা, হাদীস নং- ৮৬৩৩)।
আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন