হযরত সায়্যিদুনা ইবরাহীম বিন শায়বান (رحمة الله) বলেন: “আমি চল্লিশ বৎসর যাবত ছাদের নীচে কোন রাত কাটাইনি। আমার সর্বদা পেট ভরে মসুরের ডাল খাওয়ার খুব ইচ্ছা হতাে। একবার শাম দেশে রান্নাকৃত মসুরের ডালের পেয়ালা কেউ আমাকে দিল। আমি তা থেকে খেলাম। যখন বাইরে আসলাম তখন এক দোকানে দেখলাম অনেক বােতল লটকানাে আছে। আমি মনে করি এগুলাে সিরকা (আখ বা আঙ্গুরের টক শরবত) হয়ত। তাই ভালভাবে দেখছিলাম। কেউ বলে উঠল, “আপনি কী দেখছেন, এগুলাে হচ্ছে মদ।” আর মটকার দিকে ইশারা করে বলল: “এগুলােতেও মদ রয়েছে।” আমি শরীয়াত বিরােধী কাজ দেখে রাগের বশবর্তী হয়ে পড়লাম আর এ কারণে আমার মধ্যে উত্তেজনা চলে আসল, আর আমি দোকান থেকে মদের মটকা বাইরে এনে মাটির উপর ফেলতে শুরু করলাম। আমার সাহসের কারণে দোকানদারের মধ্যে আমার প্রতি ভীতির সঞ্চার হল কারণ সে আমাকে সরকারী লোক মনে করে নিয়েছিল। তাই নিচুপ হয়ে আমার কান্ড দেখতে থাকল। যখন আসল ব্যাপার প্রকাশ পেয়ে গেল তখন দোকানদার আমাকে ধরে মিসর ও শামের শাসক ইবনে তুলুনের নিকট সােপর্দ করল। মদের মটকা ভাঙ্গার দায়ে আমাকে দোষী সাব্যস্ত করা হল। তাই আমাকে দু'শত বেত্রাঘাত করা হল এবং দীর্ঘ দিনের জন্য জেলখানায় বন্দি করা হল। ছাড়া পাওয়ার উপায় এভাবে হল যে, একবার আমার সম্মানিত ওস্তাদ হযরত সায়্যিদুনা আবু আবদুল্লাহ্ মাগরিবী (رحمة الله) ঐ শহরে আগমন করলেন। তিনি আমার খবর শুনে আমার সাথে সাক্ষাত করার জন্য জেলাখানায় গেলেন। আমাকে জিজ্ঞাসা করলেন: “তুমি কি অপরাধ করেছ?” বললাম: “পেট ভরে মসুরের ডাল খেয়েছি আর এটার ফিস স্বরূপ বন্দি জীবন লাভ করা ছাড়াও দু'শত বেত্রাঘাত খেয়েছি। তিনি বললেন: “অপরাধের তুলনায় শাস্তি খুবই সস্তা ও সামান্য (হয়েছে)। এরপর তাঁকে মটকার কাহিনীও বললাম।" তিনি সুপারিশ করে আমাকে মুক্ত করলেন।"
(রিসালাতুল কুশাইরিয়্যাহ, ১৫৩ পৃষ্ঠা, নফসের বিরােধীতা অধ্যায়) আল্লাহ্ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ ওয়ালাগণ নফসের আনুগত্য থেকে সর্বদা বেঁচে থাকার চেষ্টা করতেন। যদি কখনাে নফসের দাবী পূরণ করে বসতেন তখন অনেক সময় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে যেতেন। এবং এর মাধ্যমে তাঁদের পদমর্যাদা আরাে বৃদ্ধি পেয়ে যেত। এসব কিছু আশিক- মাশুকের গােপন ব্যাপার।
মকতবে ইশক কা দসতুর নিরালা দেখা,
উছ কো ছুটি না মিলী জিছ কো ছবক ইয়াদ রাহা।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন