সাদা পেয়ালা


প্রিয় ইসলামী ভাইয়েরা! সত্যিই আল্লাহ ওয়ালাগণের রীতি-নীতি  এরকম চমৎকারই হয়ে থাকে। আল্লাহ্ পাক নিজ দয়ায় তাঁদেরকে নফসের আনুগত্য থেকে রক্ষা করে থাকেন। যার ঘটনা এখনই বর্ণনা করা হয়েছে হযরত সায়্যিদুনা আবূ তুরাব নখশবী (رحمة الله) কারামত সম্পন্ন একজন আল্লাহর ওলী ছিলেন। যেমন- একবার মদীনা শরীফে সফরের সময় এক বিজন মরু প্রান্তরে কোন একজন মুরীদ পিপাসার অভিযােগ করল, তখন তিনি (رحمة الله) যমীনে নিজ মােবারক পা দিয়ে আঘাত করলেন। সাথে সাথে মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত হল। এ অবস্থা দেখে অন্য আর এক মুরীদ আরয করল: “আমিতাে পেয়ালা দিয়ে পানি পান করব।" তিনি (رحمة الله) যমীনে হাত দিয়ে আঘাত করলেন তখন একটি সাদা পেয়ালা আত্মপ্রকাশ করল। এ ঘটনা বর্ণনাকারী হযরত শায়খ আবুল আব্বাস (رحمة الله) বলেন: “ঐ সাদা পেয়ালাটি মক্কা শরীফ পর্যন্ত আমাদের সাথে ছিল।" (ভাযকিরাতুল আওলিয়া, ১ম খন্ড, ২৬৪ পৃষ্ঠা)।


আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।


হােগা ছায়রাব সরে কাওসার ও তাসনিম ওহী, জিস কে হাতে মে মদীনে কা পিয়ালা হােগা।



কুমন্ত্রণা 


ডিম ও রুটি খাওয়াতে কোন গুনাহের কাজ নয়, তাহলে একজন ওলী আল্লাহকে তাঁর এ ইচ্ছার জন্য এমন জবরদস্ত শাস্তি কেন দেয়া হল?  


কুমন্ত্রণার প্রতিকারমূলক জবাব 


আল্লাহ্ ওয়ালাগণের (رحمة الله)) সাথে এরকম ঘটনা হওয়ার পিছনে কয়েকটি কারণ থাকে। যথা- প্রথমত: তাঁদেরকে প্রশিক্ষণ দেয়া, দ্বিতীয়ত: তাদেরকে পরীক্ষা করা, তৃতীয়ত: এরূপে তাঁদের পদ মর্যাদা বৃদ্ধি করা ইত্যাদি। সাধারণ মুসলমানও তাে অনেক সময় বাহ্যিকভাবে নির্দোষ হওয়া সত্ত্বেও বিপদ-আপদের শিকার হয় এবং রােগ-ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে! এর রহস্যের মধ্যে এটাও রয়েছে যে, এভাবে তার গুনাহ্ ক্ষমা করা হয় এবং পদ মর্যাদা বৃদ্ধি করা হয়। আম্বিয়া ও সাহাবায়ে কিরাম এবং শােহাদায়ে কারবালাগণের عليم الر رضون উপরওতাে এরকম অনেক পরীক্ষা এসেছে। স্বয়ং খাতেমুল মুরসালীন, শফীউল মুনিবীন, রাহমাতুল্লিল আলামীন (ﷺ)  কেও দুষ্ট কাফিরেরা বিভিন্নভাবে অনেক কষ্ট দিয়েছে।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন