হযরত সায়্যিদুনা আবু তুরাব নখশবী (رحمة الله) বলেন: “সফর অবস্থায় আমার নফস শুধু একবার ডিম ও রুটি খাওয়ার আকাঙ্খা করল।আমি একটি গ্রামে গেলাম। সেখানে এক ব্যক্তি হঠাৎ করে এসে আমাকে । ঝাপটে ধরল আর চিৎকার দিয়ে বলতে লাগল, “এ ব্যক্তিও চোরদের সাথে ছিল।" মুহুর্তে সেখানে লােকের ভীড় জমে গেল, আর আমাকে চোরদের সাথী মনে করে লােকেরা সত্তরটি চাবুক মারল। এরপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি আমাকে চিনে বলল: ইনিতাে চোর হতে পারে না। ইনি হলেন আবু তুরাব নখশবী (رحمة الله)। তখন লােকেরা লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাইল। তাদের মধ্য থেকে একজন আমাকে নিজের ঘরে নিয়ে গেলেন আর মেহেমানদারী করাবস্থায় ঘটনাক্রমে ডিম ও রুটি খাওয়ার জন্য দিলেন। আমি নফসকে খুব করে ধিক্কার দেয়ার পর তাকে সম্বােধন করে বললাম: “সত্তরটি চাবুক খাওয়ার পর এখন তাের দাবী পূরণ হয়েছে, এখন ডিম ও রুটি খেয়ে নে।" (রিসালাতুল কুশাইরিয়াহু, ১৪৪ পৃষ্ঠা) :
আল্লাহ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন