হুযুর পাক (ﷺ)-এর নিকট আল্লাহ’র সৃষ্টি জগত


হযরত ছাওবান (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন:

عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِنَّ اللَّهَ زَوَى لِىَ الأَرْضَ فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا

-“নবী পাক (ﷺ) ইরশাদ করেন: নিশ্চই আল্লাহ আমার জন্য জমিন সংকুচিত করে দিয়েছেন। কাজেই আমি এর পূর্ব-পশ্চিম সব দেখলাম।” ১৯


১৯ - ইমাম মুসলিম, আস-সহীহ, কিতাবুল ফিতান, হাদিস নং- ৭৪৪০।



হুযুর পাকের খাদিম হযরত জিবরাইল, গাউছে পাক ও অন্যান্য উম্মতের জন্য যদি আল্লাহ’র সকল সৃষ্টিজগত এত ছোট হয়, স্বয়ং সেই দয়াল মুনিব আক্বা-মাওলার জন্য ছোট করা হলে তা কতটুকু ছোট হবে, যার কদমে হাজারো জিবরাইল, হাজারো গাউছে পাক কুরবান! (সুবহানাল্লাহ)



সুতরাং এখান থেকে এ মাসআলাটিও পরিষ্কার হয়ে যায় যে, সর্ব সৃষ্টিতে নবীজি হাযির ও নাজির। বরং তা-ই নয়, সকল সৃষ্টিই হুযুর পাকের নিকট হাযির রয়েছে। সে ক্ষমতা তাঁকে আল্লাহ পাক দান করেছেন।

_________________

কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)

গ্রন্থনা ও সংকলন:

মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন