হযরত জিবরাইল (عليه السلام)-এর পূর্ণ ক্ষমতা প্রয়োগ


‘ফাতহুল বারী শারহু সাহীহিল বুখারী’ এবং ‘উমদাতুল ক্বারী শারহু সাহীহিল বুখারী’তে এসেছে যে, একবার হুযুর পাক (ﷺ) হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো তোমার পূর্ণাঙ্গ শক্তি প্রয়োগ করেছো? জবাবে জিবরাইল আমিন বললেন আমি চারবার আমার পূর্ণ শক্তি প্রয়োগ করেছি।

❏          প্রথমবার, ইবরাহিম (عليه السلام)কে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম আল্লাহ’র আদেশে ততক্ষনাৎ আমি তাঁকে আগুনে নিক্ষেপ করার পূর্বেই হাজির হয়ে যাই এবং আগুনকে ফুলবাগানে পরিণত করে দেই।

❏          দ্বিতীয়বার, আমি সিদরায় ছিলাম, ছুরি হযরত ইসমাইল (عليه السلام)-এর দিকে আসছিল। মাত্র দু’ফুট দুরত্বের ব্যবধান এবং ছুরি সে দু’ফুট অতিক্রম করার আগেই জান্নাত হতে দুম্বা নিয়ে সেখানে পৌঁছাই।



❏          তৃতীয়বার, ইউসুফ (عليه السلام)কে যখন তাঁর ভাইয়েরা কূপে ফেলে দেওয়ার জন্য তাঁর বাহুতে রশি বেঁধে কূপের ভেতরে ঝুলিয়ে দিল এবং তরবারী দিয়ে রশি কাটতে এখনো অর্ধেক বাকি, তখন রবের আদেশ হলো এবং আমি জান্নাত হতে তখত এনে তিনি নিচে পড়ার পূর্বেই বিছিয়ে দিলাম।



❏          চতুর্থবার, উহুদ যুদ্ধে যখন ইয়া রাসূলাল্লাহ! আপনার দাঁত মুবারক শহিদ হলো, জমিনে আপনার রক্ত মুবারক পড়তে ছিল, তখন আল্লাহ পাক আদেশ করলেন, হে জিবরাইল সিদরা থেকে তারাতারি যাও এবং আমার হাবিবের রক্ত মুবারক মাটিতে পড়ার পূর্বেই সংরক্ষণ করো; না হয় জমিন পুড়ে ভষ্ম হয়ে যাবে। তখন আমি এসে তা সংরক্ষণ করি।  ১৫


১৫ - আল্লামা শরীফ নূরী, বারাহ্ তাক্বরীরী, ১২তম খুতবাহ।

_________________

কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)

গ্রন্থনা ও সংকলন:

মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন