এতক্ষণ দেখলেন হযরত জিবরাইল ফেরেশতা’র প্রত্যাবর্তনের ক্ষমতা। এখন একটি দৃষ্টি দিন উম্মতে মুহাম্মদি (ﷺ)’র প্রত্যাবর্তনের ক্ষমতার প্রতি-
* হযরত আব্দুল আযিয দাব্বাগ মাগরিবি রাদ্বিযাল্লাহু আনহু সম্পর্কে প্রসিদ্ধি রয়েছে যে, একদিন তিনি ঘরের ভেতরে দাঁড়িয়ে ছিলেন। একটি পা উঠাতেন কিন্তু মাটিতে রাখার পূর্বেই পুনরায় ফিরিয়ে নিতেন। অনেকক্ষণ পর্যন্ত এমনটি করছিলেন। কেউ একজন জিজ্ঞাসা করল যে, এটা কী কাজ? আপনি পা উঠাচ্ছেন কিন্তু জমিনের উপর রাখছেন না। তিনি বললেন:
گفتند کہ زمیں اولیا را دو قدم ست مرا یک قدم میسر نمی شد
-“বলা হয় যে, জমিন ওলিগণের দুই কদমের জায়গা, কিন্তু আমি এক কদমও রাখার জায়গা পাচ্ছি না। পা উঠালেই জমিনের উপারে চলে যায়।” ১৬
১৬ - আল্লামা শরীফ নূরী, বারাহ্ তাক্বরীরী, ১২তম খুতবাহ।
* এদিকে হুযুর গাউসুল আ‘যম আবদুল কাদের জিলানি (رضي الله عنه) বলেন:
نَظَرْتُ اِلٰي بِلَادِ اللّٰهِ جَمْعًا * كَخَرْدَلَةٍ عَلٰي حُكْمِ اتِّصَالِيْ
“আমি আল্লাহ’র সকল সম্রাজ্যে নজর করলাম, যেন তা আল্লাহ’র হুকুমে শরিষার দানার ন্যায় পরস্পর সন্নিবেশিত হয়ে আছে।” ১৭
১৭ - শায়খ আব্দুল কাদির জিলানী, কাছিদায়ে গাউছিয়া।
* আবার ফাতাওয়ায়ে শামিতে রয়েছে:
وَطَيُّ الْمَسَافَةِ مِنْهُ لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ {زُوِيَتْ لِي الْأَرْضُ} ৃ. قُلْتُ وَيَدُلُّ لَهُ مَا قَالُوا فِيمَنْ كَانَ بِالْمَشْرِقِ وَتَزَوَّجَ امْرَأَةً بِالْمَغْرِبِ فَأَتَتْ بِوَلَدٍ يَلْحَقُهُ فَتَأَمَّلْ . وَفِي التَّتَارْخَانِيَّة أَنَّ هَذِهِ الْمَسْأَلَةَ تُؤَيِّدُ الْجَوَازَ
-“নবীজি (ﷺ) ইরশাদ করেছেন, আমার জন্যে পৃথিবীকে সংকুচিত করা হয়েছে। .... এতে ফক্বিহগণের নিম্নোক্ত মাসআলাটি’র সমাধান হয়ে যায় যে, পৃথিবীর পূর্বপ্রান্তে অবস্থানকারী ব্যক্তি (আল্লাহ’র ওলি) যদি পশ্চিমপ্রান্তে অবস্থানকারী কোন মহিলাকে বিবাহ করেন এবং স্ত্রীর সন্তান ভূমিষ্ট হয়, তাহলে শিশুটি উক্ত স্বামীর বলে গণ্য হবে। তাতারখানিয়া কিতাবেও এর বৈধতার উপর সমর্থন রয়েছে।” ১৮
১৮ - আল্লামা ইবনু আবেদিন শামী, রদ্দুল মুহতার: ৬/৪০৯-৪১০,
কিতাবুল জিহাদ, বাবুল মুরতাদ, কারামাতুল আওলিয়া।
আল্লাহ’র ওলিগণের ক্ষমতা হচ্ছে যে, পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তের দূরত্ব তাঁদের জন্য কোন প্রতিবন্ধকই নয়।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন