অন্যান্য সকল নবীগণকে নির্দিষ্ট একটি সম্প্রদায় বা ভূখন্ডের জন্য প্রেরণ করা হয়েছে। কিন্তু হুযুর পাককে সকল সৃষ্টির নবী করে পাঠানো হয়েছে। হাদিস শরিফে এসেছে:
عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ فُضِّلْتُ عَلَى الأَنْبِيَاءِ بِسِتٍّ أُعْطِيتُ جَوَامِعَ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وَأُحِلَّتْ لِىَ الْغَنَائِمُ وَجُعِلَتْ لِىَ الأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا وَأُرْسِلْتُ إِلَى الْخَلْقِ كَافَّةً وَخُتِمَ بِىَ النَّبِيُّونَ
-“হযরত আবু হুরায়রাহ্ (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: অন্য সব নবীদের চাইতে আমাকে ছয়টি বিশেষ মর্যাদা দান করা হয়েছে:
১. আমাকে সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক কথা বলার ক্ষমতা দেয়া হয়েছে।
২. আমাকে অত্যন্ত প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে।
৩. আমার জন্য গণীমাতের (যুদ্ধলব্ধ) অর্থ সম্পদ হালাল করা হয়েছে।
৪. আমার জন্য গোটা পৃথিবীর ভূমি বা মাটি পবিত্রতা হাসিলকারী বা মসজিদ করা হয়েছে।
৫. আমাকে সমগ্র সৃষ্টির জন্য (নবী করে) পাঠানো হয়েছে।
৬. আর আমাকে দিয়ে নবীদের আগমন-ধারা সমাপ্ত করা হয়েছে।” ২০
২০ - ইমাম মুসলিম, আস-সহীহ, কিতাবুল মাসাজিদ, হাদিস নং- ১১৯৫।
তাঁকে সকল সৃষ্টি এমনকি সকল নবীগণের উপরও মর্যাদা দেওয়া হয়েছে। হাদিস শরিফে এসেছে:
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ إِنَّ اللَّهَ فَضَّلَ مُحَمَّداً -صلى الله عليه وسلم- عَلَى الأَنْبِيَاءِ وَعَلَى أَهْلِ السَّمَاءِ
-“হযরত ইবনু আব্বাস (رضي الله عنه)মা হতে বর্ণিত, তিনি বলেন: নিশ্চয়ই আল্লাহ্ তা‘আলা হযরত মুহাম্মদ (ﷺ)-কে সকল নবীগণের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আসমানবাসীর উপরও।”২১
২১ - সুনানুদ দারেমী, বাবু মা উ‘তিয়ান নাবিয়্যু মিনাল ফাদ্বল, হাদিস নং- ৪৭,
ইমাম বায়হাকী, দালাইলুন নবুয়্যাত, হাদিস নং- ২২৩৯।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন