পশুতে যে সকল ত্রুটি থাকলেও এর দ্বারা কুরবানি করা জায়িয


❏        চক্ষু টেরা হলে।

❏        দৃষ্টি শক্তি তিন ভাগের এক ভাগ অথবা এর চেয়ে কম নষ্ট হলে।

❏        যার মধ্যে সামান্য পাগলামি রয়েছে অর্থাৎ পশুটি পাগল হলেও মাঠে চড়ে ঘাস খেতে পারে।

❏        যে পশুর খুজলি রয়েছে, তবে মোটা তাজা।

❏        লেজ অথবা কান এক-তৃতীয়াংশ অথবা এর থেকে কম কাটা থাকলে বা কান ছোট হলে।

❏        পশুটি খাসি করা হলে; বরং এর দ্বারা কুরবানি করা উত্তম।

❏        ভেড়া অথবা দুম্বার পশম কাটা থাকলে।

❏        শরীরে দাগ থাকলে।

❏        যে পশুর দুধ বের হয় না।

❏        গাভী বা উটনীর শুধু একটি মাত্র ওলান যদি ঔষধের মাধ্যমে শুকিয়ে যায়।



❏        যে ল্যাংড়া পশু চলার সময় ল্যাংড়া পায়ের সাহায্য নিয়ে থাকে।



❏        যে পশুর শিং গোড়া থেকে ভাঙ্গে নি, তবে এ ধরনের পশু দ্বারা কুরবানি করা জায়িয।

_________________

কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)

গ্রন্থনা ও সংকলন:

মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন