দোয়ার তিনটি উপকারিতা


তাজেদারে রিসালত, শাহানশাহে নবুয়ত, মুস্তফা জানে রহমত صلى الله عليه وسلم ইরশাদ করেছেন: বান্দার দোয়ার তিনটা অবস্থার যে কোন একটা অবশ্যই হয়:


(১) তার গুনাহ ক্ষমা করা হয়,


(২) তার উপকার করে এবং


(৩) তার জন্য আখিরাতে কল্যাণ সঞ্চয় করা হয়। সুতরাং বান্দা যখন আখিরাতে তার দোয়া গুলোর সাওয়াব দেখবে, যেগুলো দুনিয়ায় প্রতিদান পেয়েছিল, তখন এ কামনাই করবে, ‘আহ! দুনিয়ায় যদি আমার কোন দোয়ারই প্রতিদান দেয়া না হতো, আর সবই এখানকার (অর্থাৎ আখিরাতের) জন্য থেকে যেতো!” (আত্তারগীব ওয়াত্তারহীব, ২য় খন্ড, ৩১৫ পৃষ্ঠা)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন