হযরত সাইয়্যিদুনা ইবরাহীম বিন আদহাম رَحۡمَۃُ للّٰهِ تَعَالٰی عَلَیْہِ বলেন: "আমি লেবাননের পাহাড়ে অনেক আওলিয়ায়ে কেরাম رَحِمَہُمُ اللّٰهُ تَعَالٰی এর সংস্পর্শে ছিলাম। তাঁদের প্রত্যেকেই আমাকে ওসিয়ত করেছেন যে, যখন৷ মানুষের মাঝে যাবে তখন এ চারটি উপদেশ দেবে। (১) যে পেট ভরে খাবে, তার ইবাদতের স্বাদ অর্জিত হবে না। (২) যে বেশি ঘুমাবে তার বয়সের মধ্যে বরকত হবে না। (৩) যে শুধু মানুষের সন্তুষ্টি অর্জন করতে চাইবে, সে আল্লাহ তায়ালার সন্তুষ্টি থেকে নিরাশ হয়ে যাবে। (৪) যে গীবত বা পরনিন্দা ও অনর্থক কথা বেশি বলবে, সে ইসলাম ধর্মের উপর মৃত্যুবরণ করবে না। (মিনহাযুল আবেদীন ১০৭ পৃষ্ঠা)।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন