(১,২) খাবারের প্রথমে ও শেষে অযু করব, (অর্থাৎ-হাত-মুখের অগ্রভাগ ধৌত করব এবং কুলিও করব), (৩) ইবাদত, (৪) তিলাওয়াত, (৫) মাতা-পিতার সেবা, (৬) ইলমে দ্বীন অর্জন, (৭) সুন্নাত প্রশিক্ষণের জন্য মাদানী কাফেলায় সফর (৮) নেকীর দাওয়াতের আলাকায়ী দাওরাতে অংশগ্রহণ, (৯) আখিরাতের কাজ ও (১০) প্রয়োজনীয় হালাল রুজির চেষ্টার জন্য শক্তি অর্জন করব এ নিয়্যতগুলো ঐ সময় ফলপ্রসু হবে যখন ক্ষুধা থেকে কম আহার করা হবে খুব বেশী করে খাওয়ার ফলে ইবাদতে অলসতা সৃষ্টি হয়। গুনাহের দিকে আসক্ত হবে এবং পেট খারাপ হয়ে যায় (১১) মাটির উপর (১২) দস্তারখানা বিছানোর সুন্নাত আদায় করে, (১৩) সুন্নাত মুতাবেক বসে, (১৪) খাবারের শুরুতে বিসমিল্লাহ এবং (১৫) অন্যান্য দোয়াসমূহ পড়ে, (১৬) তিন আঙ্গুলের মাধ্যমে, (১৭) ছোট ছোট লোকমা বানিয়ে, (১৮) ভালভাবে চিবিয়ে খাব, (১৯) প্রত্যেক দুই এক লোকমার পর পর یاواجيد পড়ব, (২০) যে দানা ইত্যাদি পড়ে যাবে তা তুলে খেয়ে নেব, (২১) রুটির প্রত্যেক লোকমা তরকারির পাত্রের উপর ছিড়ব ফলে রুটির টুকরা (গুড়া অংশ) পাত্রের মধ্যে পড়ে, (২২) হাড্ডি ও গরম মসলা ইত্যাদি ভালভাবে পরিস্কার করে এবং চাটার পর ফেলে দিব, (২৩) ক্ষুধা থেকে কম খাব, (২৪) শেষে সুন্নাত আদায়ের নিয়্যতে প্লেট এবং (২৫) তিনবার আঙ্গুল সমূহ চেটে নিব, (২৬) খাবারের পাত্রকে ধৌয়ে তা পান করে এক গোলাম আযাদ করার সাওয়াবের ভাগী হব, (২৭) যখন পর্যন্ত দস্তরখানা উঠানো হবে না ততক্ষণ পর্যন্ত বিনা কারণে উঠব না (এটাও সুন্নাত) (২৮) খাওয়ার পর দোয়া সমূহ পাঠ করব, (২৯) খিলাল করব,
মিলে-মিশে খাওয়ার আরও নিয়্যত সমূহ
(৩০) দস্তরখানায় যদি কোন আলিম বা বুযুর্গ উপস্থিত থাকে তবে উনাদের আগে খাওয়া শুরু করব না, (৩১) মুসলমানের নৈকট্যের বরকত সমূহ অর্জন করব, (৩২) উনাদের মাংসের টুকরা, কদু শরীফ, খোরচান এবং পানি ইত্যাদি পেশ করে উনাদের মন খুশী করব, (৩৩) তাদের সামনে মুচকী হেসে সদকার সাওয়াব হাসিল করব, (৩৪) খাবারের নিয়্যত সমূহ এবং (৩৫) সুন্নাত সমূহ বলব, (৩৬) সুযোগ হলে খাবারের শুরুর এবং (৩৭) শেষের দোয়া পড়াব, (৩৮) খাবারের উত্তম জিনিস যেমন মাংসের টুকরা ইত্যাদি লোভ থেকে বেঁচে অন্যান্যদের খাতিরে ছেড়ে দিব, (৩৯) উনাদেরকে খিলালের উপহার পেশ করব, (৪০) খাবারের প্রতি এক দুই লোকমায় যদি সম্ভব হয় তবে এই নিয়্যত সহকারে উচ্চ আওয়াজে یاواجيد বলব যাতে অন্যান্যদেরও স্মরণে এসে যায়।
امين بجاه النبى الا مين صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন