اللهم صلى على سيد نا محمد ما اختلف الملو ان وتعا قب العصر ان وكر الجد يد ان واستقل الفر قد ان وبلغ رو حه وارو اح اهلبيته منا التحية والسلام وبار ك وسلم عليه كثيرا
অনুবাদঃ হে আল্লাহ! প্রিয় নবী (ﷺ) এর উপর দরূদ প্রেরণ কর। যতদিন পর্যন্ত দিন আবর্তন করতে থাকে আর পর্যায়ক্রমে সকাল ও সন্ধ্যা আসতে থাকে এবং পর্যায়ক্রমে রাত-দিন আসতে থাকে। আর যতক্ষণ পর্যন্ত দুটি তারকা সমুন্নত থাকে এবং আমাদের পক্ষ থেকে তাঁর (ﷺ) ও আহলে বাইত (রা.) এর পবিত্র রূহসমূহে সালাম পৌঁছিয়ে দাও আর বরকত দান কর এবং তাঁদের উপর খুব বেশি সালাম প্রেরণ কর।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন