ইমাম ইবনু হাজর আসকালানী রহ: এর দৃষ্টিতে উচ্চ সুরে জিকির:

 

 ইমাম ইবনু হাজর আসকালানী রহ: এর দৃষ্টিতে উচ্চ সুরে জিকির:



হাফিজুল হাদিস ও শারিহে বুখারী ইমাম ইবনু হাজার আসকালানী(رحمة الله) বলেছেন,



, والجمهور على ذلك وفيه دليل على جواز الجهر بالر عقب الصلاة



-"অধিকাংশরা এই বিষয়ের উপর রয়েছে যে, এই হাদিস দ্বারা নামাজের পর উচ্চস্বরে জিকির করা মুস্তাহাব।" (ইমাম আসকালানী: ফাতহুল বারী শরহে বুখারী, ২য় খন্ড, ৩২৫ পৃ:)



উচ্চ আওয়াজে জিকির প্রসঙ্গে ভারতবর্ষের প্রসিদ্ধ ফোকাহায় কেরামের অভিমত,



وأما التسبيح والتهليل لا بأس بذلك ، وإن رفع صوته ، كذا في الفتاوی الكبرى .



অর্থাৎ, তাসবীহ ও তাহলীল বলার মধ্যে কোন ক্ষতি নেই যদিও ইহা উচ্চ আওয়াজে হয়। যেমনটি ফাতওয়ায়ে কুবরা কিতাবে আছে।" (ফতােয়ায়ে আলমগিরী, ৫ ম খন্ড, ৩১৬ পৃ:)

______________________

শরীয়তের দৃষ্টিতে ক্বালবী জিকির ও ছামার বৈধ্যতা

রচনা ও সংকলনেঃ মুফতি মাওলানা আলাউদ্দিন জেহাদী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন