কুরবানির জন্য ওসিয়তের বিধান


মৃত ব্যক্তির পক্ষ হতে কুরবানি করলে এর গোশত নিজেও খেতে পারবে এবং অন্যদেরকেও খাওয়াতে পারবে। তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে থাকে যে, ‘আমার পক্ষ হতে কুরবানি করে দিও’, তখন কুরবানিদাতা গোশত খাবে না। বরং সম্পূর্ণ গোশত সদকা করে দিবে। ৯১- ফাতওয়ায়ে শামী।

_________________

কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)

গ্রন্থনা ও সংকলন:

মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী

অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন