হযরত সায়্যিদুনা আবু সাঈদ খুয্যার (رحمة الله) এর বর্ণনা, আমার অভ্যাস ছিল, প্রতি তৃতীয় দিনে খাবার খাওয়া। একদা সফরের সময় জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম আর খাবার না খাওয়া অবস্থায় দ্বিতীয়বার তৃতীয় দিন শুরু হয়ে গেল। অনেক ক্ষুধা লেগে ছিল। দুর্বলতার কারণে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে গেলাম। এরই মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ এল, “আবু সাঈদ! নফসকে খুশী করার জন্য খানার আকাঙ্খা করবে নাকি কিছু খাবার ছাড়া দুর্বলতা দূর করতে ইচ্ছুক?” আমি বললাম: “ইয়া আল্লাহ্! আমিতাে শুধু শক্তি চাই।” তাঁর (رحمة الله) বর্ণনা যে, “তখন আমার মাঝে এমন শক্তি সৃষ্টি হয়ে গেল, সেখান থেকে উঠলাম এবং কোন কিছু পানাহার করা ব্যতীত আরাে ১২ মনযিল পথ অতিক্রম করলাম।” (কাশফুল মাহজুব অনূদিত (উর্দু), ৪৫৩ পৃষ্ঠা)
আল্লাহ্ তাআলার রহমত তাঁর উপর বর্ষিত হােক এবং তাঁর সদকায় আমাদের ক্ষমা হােক।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তাে আল্লাহ্ ওয়ালাগণ স্বাদ লাভের জন্য নয় বরং ইবাদাতের শক্তি অর্জনের জন্য খেয়ে থাকেন আর এ কারণে আল্লাহ্ প্রচুর দয়া তাঁদের উপর হয়, পানাহার করা ব্যতীত তাঁদের রূহানী (আত্মিক) শক্তি অর্জিত হয়ে থাকে। সুতরাং হযরত সায়্যিদুনা আবু সাঈদ খায্যার (رحمة الله) পানাহার ব্যতীত শুধুমাত্র আল্লাহ্ তাআলার প্রদানকৃত শক্তিতে আরাে ১২ মনযিল পথ অতিক্রম করতে সক্ষম হয়েছেন। একদিনে যতটুকু পথ অতিক্রম করা হয়! তাকে মনযিল বলা হয়। এটার মানে এ হল, তিনি পানাহার ছাড়া আরাে ১২ দিনের পথ অতিক্রম করেছেন।
হাে কার গর নফাসাকা মুঝপে হিলা,
করম ইয়া ইলাহীনবী কা ওয়াসিলা।
_______________
কিতাব : ফয়যানে সুন্নাত
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন