খাওয়ার পাঁচটি সুন্নাত


প্রিয় ইসলামী ভাইয়েরা! উল্লেখিত হাদীসে মােবারকে খাওয়ার পাঁচটি সুন্নাত বর্ণনা করা হয়েছে:


(১) নিজের সামনে থেকে খাবেন


(২) কেউ সাথে খেলে, তার সামনে থেকে খাবেন না


(৩) থালার মাঝখান থেকে খাবেন না


(৪) প্রথমে দস্তরখানা উঠানাে হলে এরপর আহারকারীরা উঠবেন (আফসােস! আজকাল প্রায়ই বিপরীত নিয়ম দেখা যায় অর্থাৎ প্রথমে আহারকারীরা উঠেন এরপর দস্তরখানা উঠানাে হয়)।


(৫) অন্যরাও যদি খাবারে অংশ নেন তবে ততক্ষণ পর্যন্ত হাত থামাবেন না, যতক্ষণ সবাই শেষ না করেন। আফসােস! খাবারের বর্ণনাকৃত এসব সুন্নাতের উপর আমলকারী এখন দেখা যায় না। সুন্নাত শেখা ও সর্বসাধারণের উপস্থিতিতে সুন্নাতের উপর আমল করার সংকোচবােব দূর করার জন্য দাওয়াতে ইসলামীর সুন্নাত প্রশিক্ষণের মাদানী কাফেলায় সফর করুন এবং সেখানে সেসব সুন্নাতের অনুশীলন করুন ও মাদানী কাফেলায় সফরের বরকতে সুন্নাতের উপর আমল করা অনেক সহজ হয়ে যাবে।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন