দারিদ্র্যতার ৪৪ টি কারণ


(১) হাত না ধুয়ে খাবার খাওয়া (২) খালি মাথায় খাওয়া (৩) অন্ধকারে খাওয়া (৪) দরজায় বসে পানাহার করা (৫) মৃত ব্যক্তির কাছে বসে খাওয়া (৬) জানাবাত অবস্থায় (অর্থাৎ- সহবাস বা স্বপ্ন দোষের পর গােসলের পূর্বে) খাবার খাওয়া (৭) (পাত্র থেকে) খাওয়ার জন্য বের করা খাবার খেতে দেরী করা (৮) পাটিতে দস্তর খানা বিছানাে ব্যতীত খাওয়া (৯) খাটে নিজে মাথার দিকে বসা ও খাবার বিছানায় পা রাখার দিকে রাখা (১০) দাঁত দিয়ে রুটি ছেড়া (বারগার ইত্যাদি আহারকারীও সতর্কতা অবলম্বন করুন) (১১) কাঁচের বা মাটির ভাঙ্গা পাত্র ব্যবহার করা যদিও তা দিয়ে পানি পান করা হয়। (বাসন বা কাপের ভাঙ্গা অংশের দিক দিয়ে পানি, চা ইত্যাদি পান করা মাকরূহ। মাটির ফাটল ধরা বা এমন বাসন যেসবের ভেতরের অংশ থেকে সামান্য পরিমাণ মাটি উঠে গেছে তা দিয়ে খাবার খাবেন না, কারণ কাদা ময়লা ও জীবাণু পেটে গিয়ে রােগ সৃষ্টির কারণ হতে পারে) (১২) খাওয়ার বাসন পরিস্কার না করা (১৩) যে বাসনে খাওয়া হয়েছে তাতেই হাত ধােয়া।



রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে, যে দুনিয়ায় আমার উপর বেশী পরিমাণে দরূদ শরীফ পড়েছে।” (তিরমিযী ও কানযুল উম্মাল)



(১৪) খিলাল করার সময় খাদ্যের যেসব অংশ বের হয় তা পুনরায় মুখে রেখে দেয়া (১৫) পানাহারের পাত্র খােলাবস্থায় রেখে দেয়া। পানাহারের পাত্র بِسمِ اللّٰه বলে ঢেকে রাখা উচিত। কারণ বালা-মুসিবত (সেগুলাের উপর) অবতীর্ণ হয় ও তা নষ্ট করে দেয়। অতঃপর ঐ খাদ্য ও পানীয় রােগব্যাধি বয়ে আনে (১৬) রুটিকে যেখানে সেখানে রাখা, যাতে বেয়াদবী হয় ও পায়ে লাগে। (সুন্নী বেহেস্তী যেওয়ার, ৫৯৫-৬০১ পৃষ্ঠা থেকে সংকলিত) হযরত সায়্যিদুনা ইমাম বুরহানুদ্দিন যারনূজী  رحمة اللّٰه تعالىٰ عليه  দারিদ্রতার যেসব কারণ বর্ণনা করেছেন তার মধ্যে এগুলােও রয়েছে (১৭) অধিক ঘুমানাের অভ্যাস (এতে মূখারও সৃষ্টি হয়) (১৮) উলঙ্গ হয়ে শােয়া (১৯) নির্লজ্জভাবে পেশাব করা (মানুষের সামনে সাধারণ রাস্তাঘাটে সংকোচহীনভাবে পেশাবকারীরা মনােযােগ দিন) (২০) দস্তরখানায় পতিত দানা ও খাবারের অংশ ইত্যাদি উঠিয়ে নেয়াতে অবহেলা করা (২১) পিয়াজ ও রসুনের ছিলকা (চামড়া) জ্বালানাে (২২) ঘর কাপড় দিয়ে ঝাড়ু দেয়া (২৩) রাতে ঝাড় দেয়া (২৪) আবর্জনা ঘরেই রেখে দেয়া (২৫) মাশায়িখের (বুযুর্গদের) আগে আগে পথ চলা (২৬) মাতা-পিতাকে নাম ধরে ডাকা (২৭) হাত কাঁদা বা মাটি দিয়ে ধৌত করা (২৮) দরজার এক অংশের সাথে হেলান দিয়ে দাঁড়ানাে (২৯) টয়লেটে অযু করা (৩০) শরীরের উপরেই কাপড় ইত্যাদি সেলাই করা (৩১) পােষাক দিয়ে মুখ শুকানাে (অর্থাৎ শরীরে পরিহিত কাপড় দিয়ে মুখ মােছা) (৩২) ঘরে মাকড়শার জাল লাগাবস্থায় থাকতে দেয়া (৩৩) নামাযে অবহেলা করা (৩৪) ফজরের নামাযের পর মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া (৩৫) ভােরে বাজারে যাওয়া (৩৬) বাজার থেকে দেরী করে আসা (৩৭) নিজের সন্তানকে বদ দোয়া করা (প্রায় মহিলারা কথায় কথায় নিজের বাচ্চাদের বদ দোয়াকরে থাকেন আর পরে দারিদ্রতার কারণে কান্নাও করেন) (৩৮) গুনাহ্ করা বিশেষতঃ মিথ্যা বলা (৩৯) চেরাগ ফুক দিয়ে নিভানাে (৪০) ভাঙ্গা চিরুনী ব্যবহার করা (৪১) মাতা-পিতার জন্য কল্যাণের দোয়া না করা (৪২) ইমামা (পাগড়ী) বসে বাঁধা।



রাসুলুল্লাহ্ ﷺ ইরশাদ করেছেন: “যে ব্যক্তির নিকট আমার আলােচনা হল আর সে আমার উপর দরূদ শরীফ পাঠ করল না তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি।” (আত্ তারগীব ওয়াত তারহীব)।


(৪৩) পায়জামা বা সেলােয়ার (প্যান্ট) দাঁড়িয়ে দাড়িয়ে পরিধান করা


(৪৪) নেক আমলে দেরী করা বা ছলচাতুরী করা।


(তালীমুল মুতাআল্লিমি তারীকুত তাআলুম, ৭৩, ৭৬পৃষ্ঠা, বাবুল মদীনা করাচী)

صَلُّوا عَلَى الحَبِيب! صَلَّى اللّٰهُ تَعَالَىٰ عَلىٰ مُحَمَّد

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন