আল্লাহর জিকির প্রসঙ্গে কিছু আয়াত

 

আল্লাহর জিকির প্রসঙ্গে কিছু আয়াত


পবিত্র কোরআনে আল্লাহর জিকির প্রসঙ্গে বহু সংখ্যক আয়াত রয়েছে। যেগুলাে আল্লাহর জিকির করার জন্য উৎসাহ জনক ও জিকির থেকে। গাফিলদের জন্য হুশিয়ারী জনক। নিচে কিছু আয়াত উল্লেখ করা হল। যেমন,



إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا ثليث عليهم آياثة زادتهم إيمانا وعلى ربهم يتوكلون



-"যারা ইমানদার, তারা এমন যে, যখন আল্লাহর জিকির করে তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। আর যখন তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় রবের প্রতি ভরসা পােষন করে।" (সূরা আনফাল: ২ নং আয়াত)-



"رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار



"এমন লােকেরা, যাদেরকে ব্যবসা- বাণিজ্য ও ক্রয়- বিক্রয় আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত বাখতে পারেনা। তারা ভয় করে সেই দিনকে, যেদিন অন্তর ও দৃষ্টি উল্টে যাবে।" (সূরা নূর: ৩৭ নং আয়াত)



ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدي الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد



-"ফলে আল্লাহর জিকিরে তাদের চামড়া ও অন্তর বিনম্র হয়। এটাই আল্লাহ পথ নির্দেশ, এর মাধ্যমে যাকে ইচ্ছা পদপ্রদর্শন করেন। আর আল্লাহ যাকে গােমরাহ করেন তার কোন হাদি থাকেনা।" (সূরা যুমার: ২৩ নং আয়াত)



وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يظم ما تصنعون



-"আর নামাজ কায়েম করুন, নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তােমরা যা করাে।" (সূরা আনকাবুত, ৪৫ নং আয়াত)



إني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري



-"আমিই আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নেই। সুতরাং আর এবাদত করাে ও আমার জিকিরের জন্য নাজ কায়েম করাে।" (সূরা ত্বহা: ১৪ নং আয়াত)



فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين



-"দূর্ভোগ তাদের জন্য যাদের অন্তর আল্লাহর জিকির থেকে কঠোর। তারা সুস্পষ্ট গােরাহীতে রয়েছে।" (সূরা জুমার: ২২ নং আয়াত)



استخوين عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون



-"শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, অত: পর আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। তারাই শয়তানের দল, সাবধান শয়তানের দলই ক্ষতিগ্রস্থ হবে।" (সূরা মুজাদেলা: ১৯ নং আয়াত)



يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون



হে মুমিনগণ! তােমাদের ধন সম্পদ ও সন্তান- সন্তুতি যেন তােমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। যা এ কারণে গাফেল হয় তারাইতাে ক্ষতিগ্রস্থ।" (সূরা মুনাফিকুন, ৯ নং আয়াত)



এছাড়াও জিকির সম্পর্কে বহু আয়াত পবিত্র কোরআনে রয়েছে। উল্লেখিত পবিত্র কোরআনের আয়াত সমূহের দিকে গভীরভাবে লক্ষ্য করলে বুঝা যায়, আল্লাহর জেকের করাই মূল উদ্দেশ্য। কেননা প্রত্যেকটা এবাদতের মূল নির্যাস হলাে আল্লাহর জিকির। যা মহান আল্লাহ তা'লা অধিক ভালবাসেন।

______________________

শরীয়তের দৃষ্টিতে ক্বালবী জিকির ও ছামার বৈধ্যতা

রচনা ও সংকলনেঃ মুফতি মাওলানা আলাউদ্দিন জেহাদী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন