ক্বালবী জিকির

 

ক্বালবী জিকির

মানব দেহের অন্যতম লতিফা হল লতিফায়ে কাল্ব '। পবিত্র কোরআনের বহু জায়গায় কৃত্বের কথা উল্লেখ আছে। নবন্দিয়া- মােজাদ্দেদীয়া তরিকার মাশায়েখে এজামগণ সর্বপ্রথম সাধারণত 'লতিফায়ে কাল্বে' ছবক দিয়ে থাকেন। এই লতিফায়ে কাল্বে' ধ্যাণ করে যে জিকির করা হয় তাকে ক্বালবী জিকির অথবা 'খফি জিকির ' বলা হয়। আর আল্লাহর জিকির এমন এক এবাদত যার মাধ্যমেই ক্বাল্ব শান্তিপ্রাপ্ত হয়। যেমন মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে এরশাদ করেন-

ألا بذكر الله تطمﺉن القلوب

"শুনে রেখ! আল্লাহর জিকিরই ক্বাল্বের শান্তি।" (সূরা রাআদ: ২৮ নং আয়াত)

পবিত্র কোরআন ও হাদিস শরীফ গবেষণা করে দেখা যায়, আল্লাহর জিকির বিভিন্নভাবে করা যায়। এ সম্পর্কে বিশ্ব নন্দিত মুফাচ্ছির ও ফকিহ, আল্লামা কাজী ছানাউল্লাহ পানিপাথি(رحمة الله) তদীয় কিতাবে বিস্তারিত আলােকপাত করেছেন। নিচে জিকিরের প্রকারভেদ সমূহ আলােচনা করা হল:



আল্লাহ পাকের জিকির সম্পর্কে আল্লামা কাজী ছানাউল্লাহ পানিপথি(رحمة الله) তদীয় তাফছিরে বিস্তারিত আলােচনা করেছেন। যেমন তিনি উল্লেখ করেছেন,



اعلم ان الذكر على ثلاثة مراتب



"জেনে রেখ! নিশ্চয় জিকির তিন ধরণের-"



أحدها الجهر ورفع الصوت



প্রথমটি হল জাহেরী বা স্পষ্ট জিকির ও উচ্চ আওয়াজে জিকির করা।" (তাফছিরে মাজহারী, ৩ য় খন্ড, ৩৮৬ পৃ: সূরা আরাফের ৫৫ নং আয়াতের তাফছিরে)



যেমন: আল্লাহ- আল্লাহ ' অথবা লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ, আল হামদুলিল্লাহ, আল্লাহু আকবার, স্পষ্ট করে উচ্চ আওয়াজে জিকির করা। এখানে উল্লেখ্য যে, স্পষ্টকরে আল্লাহ আল্লাহ নামের বিষয়টি পবিত্র কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। এ বিষয়ে পরবর্তীতে আলােচনা রয়েছে। উচ্চস্বরে আল্লাহর জিকির প্রসঙ্গে ছহীহ হাদিসে উল্লেখ রয়েছে,



كنا إسحاق بن نصر ، قال: حدثنا عبد الرزاق ، قال: أخبرنا ابن جريج ، قال أخبرني عمرو ، أن أبا معبد ، مولى ابن عباس ، عن ابن عباس ، أ رفع الصوت بالتمر حين ينصرف من المكتوبة كان على عهد رسول الله صلى الله عليه وسلم قال ابن عباس: فكنت أغلم إذا انصرفوا بذلك إذا سمعته



-"হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণিত, তিনি বলেন: ফরজ নামাজের পরে উচ্চ আওয়াজে জিকির করা নবী করিম (ﷺ) এর জামানাও ছিল। (ছহীহ বুখারী, হাদিস নং ৮৪১ ; ছহীহ মুসলীম, হাদিস নং ৫৮৩ ; ছহীহ ইবনে খুজাইমা, হাদিস নং ১৭০৭ ; মুসনাদে আহমদ, হাদিস নং ৩৪৭৮ ; মুছান্নাফু আব্দির রাজ্জাক, হাদিস নং ৩২২৫)



অতএব, উচ্চস্বরে জিকির করা ছহীহ হাদিস তথা আল্লাহর রাসূল (ﷺ) এর আমল দ্বারা প্রমাণিত সুন্নাহ। আর পবিত্র কোরআনে আল্লাহ তা'লা এরশাদ করেন-



, لقد كان لكم في رسول الله أسوة حسنة



"তােমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ।" (সূরা আহযাব, ২১ নং আয়াত)।

______________________

শরীয়তের দৃষ্টিতে ক্বালবী জিকির ও ছামার বৈধ্যতা

রচনা ও সংকলনেঃ মুফতি মাওলানা আলাউদ্দিন জেহাদী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন