জিকির প্রসঙ্গে কিছু হাদিস
হাদিস গ্রন্থ সমূহে আল্লাহর জিকির প্রসঙ্গে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। শুধু বুঝার জন্য এখানে অল্প কয়েকটি হাদিস উল্লেখ করা হল। যেমন
حدثنا حسين بن محمد ، حدثنا شريك ، عن عاصم ، عن أبي وائل ، عن معاذ أنه سأل النبي صلى الله عليه وسلم عن أفضل الإيمان قال: أن حب الله وبغض لله وتعمل لسانك في ذكر الله
-"হযরত মুয়াজ (رضي الله عنه) হতে বর্ণিত, নিশ্চয় তিনি নবী করিম (ﷺ) কে জিজ্ঞাসা করলেন, ঈমানের কোন শাখাটি সর্বোত্তম? রাসূলে পাক (ﷺ) বললেন: আল্লাহর জন্য ভালবাসা, আল্লাহর জন্য গােস্বা করা, তােমার জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করা।" (মুসনাদু আহমদ,হাদিস নং ২২১২৯; মেশকাত শরীফ, হাদিস নং ৪৮- সনদ হাসান/ছহীহ)
এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
عن أبي هريرة وأبي سعيد رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يقعد قوم يكون الله إلا حقهم الملائكه وغشيتهم الرخمه ونزلت عليهم السيئه وذكرهم الله فيمن عنده . رواه مسلم
-"হযরত আবু হুরায়রা (رضي الله عنه) ও আবু সাঈদ খুদরী (رضي الله عنه) বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন: যখন কোন মানব দল আল্লাহর জিকির করতে বসে, রহমতের ফেরেস্তারা তাদেরকে ঘিরে ফেলেন এবং তাদের উপর শান্তি নাজিল করতে থাকেন। অধিকন্তু স্বয়ং আল্লাহ তা'লা তাদেরকে পার্শ্বচরদের কাছে ইয়াদ করেন।" (মেসকাত শরীফ, হাদিস নং ২২৬১)
এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
, حدثنا محمد بن العلاء ، ثنا أبو أسامة ، عن بريد بن عبد الله ، عن أبي برد عن أبي موسى قال: قال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت
-"হযরত আবু মূসা (رضي الله عنه) বলেন, রাসূলে পাক (ﷺ) বলেছেন: যে আল্লাহর জিকির করে ও যে জিকির করেনা, তাদের উদাহরণ হল জিবীত ও মৃতের মতই।" (ছহীহ বুখারী, হাদিস নং ৬৪০৭ ; মেসকাত শরীফ, হাদিস নং ২২৬৩)
এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
حدثنا الحسين بن حريث ، قال: حدثنا الفضل بن موسى ، عن عبد الله بن سعيد هو ابن أبي هند ، عن زياد ، مولى ابن عياش عن أبي بخرة ، عن أبي الدرداء رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ألا أنتم بخير أعمالكم وأزكاها عند مليككم ؟ وأرفعها في درجاتكم ؟ وخير لكم من إنفاق الذهب والورق ؟ وخير لكم من أن تلقوا عدوكم فتضربوا أغناقهم ويضربوا أغنام ؟ قالوا: بلى قال: ذكر الله
-"হযরত আবু দারদা (رضي الله عنه) বলেন, রাসূলে করীম (ﷺ) বলেছেন: আমি কি তােমাদেরকে বলবনা যে, তােমাদের কার্যসমূহ হতে কোনটি সর্বোত্তম, তােমাদের রবের নিকট অধিক পবিত্র ও তােমাদের মর্যাদা বৃদ্ধির ব্যাপারে অধিক কার্যকর, সর্বোপরি তােমাদের পক্ষে সােনা রােপা দান করার অপেক্ষা শেষ্ঠ এবং এ কথা অপেক্ষাও শেষ্ঠ যে, তােমরা শত্রুর সাক্ষাৎ করিবে তাদের গর্দান কাটবে আর তারাও তােমাদের গর্দান কাটবে? সাহাবীরা উত্তরে বললেন, হ্যা হুজুর বলুন। তখন তিনি বললেন: আল্লাহর জিকির করা। (তিরমিজি শরীফ, হাদিস নং ৩৩৭৭ ; মেসকাত শরীফ, হাদিস নং ২২৬৯)"উক্ত হাদিসের সনদ ছহীহ।
এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
حنا عبد الصمد ، حدثنا محمد بن ثابت البناني ، حدثني أبي ، عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مررثم برياض الجنة فارغوا قالوا: وما رياض الجن ؟ قال: حلق الذكر . رواه الترمذي
-"হযরত আনাস (رضي الله عنه) বলেন, রাসূলে আকরাম (ﷺ) বলেছেন ; তােমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয় অতিক্রম করবে তখন ইহা থেকে ফল ভক্ষন করবে। সাহাবীরা বললেন, জান্নাতের বাগান কোনটি? রাসূলে পাক দ:) বললেন: জিকিরের বৈঠক।"(মুসনাদু আহমদ, হাদিস নং ১২৫২৩ ; তিরমিজি শরীফ, হাদিস নং ৩৫১০ ; মুসনাদু আবী ইয়ালা, হাদিস নং ৩৪৩২ ; ইমাম আবু নুয়াইম: হিলিয়াতুল আউলিয়া, ৬ ষ্ঠ খন্ড, ২৬৮ পূর্ণ ইমাম বায়হাকী: শুয়াবুল ঈমান, হাদিস নং ৫২৬ ; ইমাম তাবারানী: আদ দোয়া, হাদিস নং ১৮৯০ ; মুসনাদু বজ্জার, হাদিস নং ৬৯০৭ ; মেসকাত শরীফ, হাদিস নং ২২৭১)
ইমাম তিরমিজি(رحمة الله) হাদিসটিকে হাছান বলেছেন। ইমাম আবু নুয়াইম ইস্পাহানী(رحمة الله) তদীয় হিলিয়াতুল আউলিয়া কিতাবে হযরত ইবনে উমর (رضي الله عنه) থেকেও ভিন্ন সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
وعن ابن عباس قال: قال رسول الله صلى الله عليه وسلم: الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله س وإذا غفل وسوس . رواه البخاري تغليقا
-"হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, রাসূলে মকবুল (ﷺ) বলেছেন: নিশ্চয় শয়তান আদম সন্তানের ক্বাল্বে বসবাস করেন। যখন সে আল্লাহর জিকির করে তখন শয়তান পালিয়ে যায়, আর যখন জিকির থেকে গাফিল হয় তখন শয়তান ধোঁকা দেয়।" (ছহীহ বুখারী, মেসকাত শরীফ, হাদিস নং ২২৮১ ; ইমাম আবু দাউদ: আয যুহুদে মাওকুফ রূপে, হাদিস নং ৩৩৭)
এ বিষয়ে আরেকটি রেওয়ায়েত উল্লেখ করা যায়,
أخبرنا أبو محمد عبد الله بن يوسف الأصبهاني ، حدثنا أبو العيناس محمد بن يعقوب ، حدثنا محمد بن إسحاق الصغاني ، حدثنا علي بن عياش ، حدثنا سعيد بث ستان ، حدثني أبو الاهرية ، عن أبي شجرة واسمه كثير بن مرة ، عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول: لكل شيء صقالة وقاله القلوب في الله وما من شيء أنجي من عذاب الله من ذكر الله قالوا: ولا الجهاد في سبيل الله ؟ قال: ولا أن يضرب بسيفه حتى ينقطع . رواه البيهقي في الدعوات الكبير
-"হযরত আব্দুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) নবী পাক (ﷺ) থেকে বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহর নবী (ﷺ) বলেছেন: প্রত্যেক বস্তুর ধৌতকারী সাবান রয়েছে, আর কারে সাবান হলাে আল্লাহর জিকির। আল্লাহর জিকির হাতে অধিক আযাব হতে পরিত্রানকারী আর কিছুই নেই। সাহাবীরা জিজ্ঞাস করলেন, আল্লাহর রাস্তায় জেহাদ করাও কি নয়? আল্লাহর রাসূল (ﷺ) বললেন: আল্লাহর রাস্তায় তরবারী মারিলেও নহে এমনকি যদি ইহা ভাঙিয়া যায়।"(ইমাম বায়হাক্বী: দাওয়াতুল কবীর, হাদিস নং ১৯ ; ইমাম বায়হাকী: শুয়াবুল ঈমান, হাদিস নং ৫১৯ ; মেসকাত শরীফ, হাদিস নং ২২৮৬ ; সনদ দ্বায়িফ।)
উল্লেখিত হাদিস সমূহের দিকে লক্ষ্য করুন, আল্লাহ পাক মুমীনদের জিকির কত পছন্দ করেন। আল্লাহর আযাব থেকে মুক্তি, আল্লাহ তা'লার সন্তুষ্টি, পরকালে সর্বোত্তম রিজিকের জন্য আল্লাহর জিকির করা অতীব প্রয়ােজন। মুমীনের ঈমান তাজা রাখা, দীন তাজা রাখা ও কাল্ব জিন্দা রাখার জন্য আল্লাহর জিকিরের তুলনা নেই।
______________________
শরীয়তের দৃষ্টিতে ক্বালবী জিকির ও ছামার বৈধ্যতা
রচনা ও সংকলনেঃ মুফতি মাওলানা আলাউদ্দিন জেহাদী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন